বিশ্ব পরিবেশ দিবস আজ


আজ বিশ্ব পরিবেশ দিবস। শিল্প কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড ও ক্ষতিকারক বায়ুকণা প্রতিরোধ করে আধুনিক বাসযোগ্য পৃথিবী গড়তে বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তোমার পৃথিবী, তোমাকেই চায়। মানুষের ক্রমাগত চাহিদা বৃদ্ধি, শিল্প উন্নয়ন ইত্যাদি কারণে বিশ্ব আজ বিপর্যস্ত। বিশ্ব পরিবেশ রক্ষায় ১৯৭২ খ্রিস্টাব্দের জুনে সুইডেনের স্টকহোমে মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘের সম্মেলনে বিশ্ব পরিবেশ রক্ষায় ব্যাপক আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবেশ দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ১ জুন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আজ দিবসটি পালন উপলক্ষ্যে সকাল দশটা থেকে মুসলিম ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল আটটায় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে সমাবেশ শেষে পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা মুসলিম ইনস্টিটিউটে এসে সমাপ্ত হবে। পদযাত্রায় শিশু-কিশোর সংগঠন, এনজিও, গার্লস গাইড, স্কাউট, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। পদযাত্রা সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার এম এ এন ছিদ্দিক। মুসলিম ইনস্টিটিউট সমাবেশে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে খেলাঘর চট্টগ্রাম মহানগর ডি সি হিল প্রাঙ্গণে দিনব্যাপী দেশীয় ফল উৎসবের আয়োজন করেছে। এ উৎসব সকাল সাড়ে ৯ টায় উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। বিকাল ৪ টায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। উৎসবে অন্যান্য কর্মসূচির মধ্যে থাকবে ফল চেনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ফল ও আলোকচিত্র প্রদর্শনী, লোকজ বাদন, কবিগান, লোকগান, নৃত্য, আবৃত্তি। এছাড়া সকল শিশুর জন্য লোক উৎসব ও পুরাতনী মেলা পরিষদ মক্ত খাই যঅ (বিনামূল্যে খেয়ে যাও) এবং পরিবেশ আন্দোলন / চট্টগ্রাম মক্ত লই যঅন্‌ (বিনামূল্যে নিয়ে যান) নামে দুটি স্টল প্রদান করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন