বান্দরবানের থানছি উপজেলার বড় মদক এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নাসাকা ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সীমান্তের ৭০নং পিলারের কাছে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের সীমান্তে সন্ত্রাসী তৎপরতা দমন, মাদক চোরাচালান বন্ধ ও সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খবর ফোকাস বাংলার। বলিপাড়া বিডিআর সূত্র জানায়, এদেশের ভূখণ্ডে যাতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদিরা তৎপরতা চালাতে না পারে সে জন্য অভিযান পরিচালনা ও বান্দরবান থানছি সীমান্তে মিয়ানমার যাতে কোনো কাটাতারের বেড়া নির্মাণ না করে সেজন্য বিডিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জবাবে নাসাকা বাহিনী প্রতিনিধিরা বান্দরবান থানছি সীমান্তে আপাতত তাদের কাটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেই বলে জানায়। বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআরের সুবেদার আবুল কাশেম। বিডিআরের ১০ জন ও নাসাকার ৮ জন এ বৈঠকে অংশ নেয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন