লে. জেনারেল মুবিন নতুন সেনাপ্রধান


সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মুবিন চৌধুরীকে নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে। আগামী ১৫ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের মেয়াদ শেষ হলে মুবিন তার স'লাভিষিক্ত হবেন। খবর বিডিনিউজ ও এনএনবির। ২০০৫ সালের ১৫ জুন ৩ বছরের জন্য মইন উ আহমেদকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০০৮ সালে ৬ এপ্রিল তার চাকরির মেয়াদ তৎকালীন তত্ত্বাবাবধায়ক সরকার এক বছর বাড়ায়। যা গত বছরের ১৫ জুন থেকে কার্যকর হয়। ২০০৭ সালের ২৪ মে মইন জেনারেল পদে পদোন্নতি পান। লে. জেনারেল মুবিনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মুবিনের পরিবারের সদস্য ও তার বন্ধুরা ফোনে তাকে অভিনন্দন জানাচ্ছে। মুবিন ১৯৭৩ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। এদিকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান এবং ট্রাস্ট ব্যাংক পরিচালক ইকবাল ইউ আহমেদ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন