আজ বাজেট অধিবেশন শুরু বিরোধীদলের যোগদান অনিশ্চিত


আজ বৃহস্পতিবার বসছে নবম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে পেশ হবে ২০০৯-১০ অর্থ বছরের জাতীয় বাজেট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটাই প্রথম বাজেট পেশ। ১১ জুন পেশ হবে এ বাজেট। পাস হবে ৩০ জুন। সংসদ চলবে ৯ জুলাই পর্যন্ত। গতকাল বুধবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার অ্যাড. আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপসি'ত ছিলেন। এদিকে সংসদের এ বাজেট অধিবেশনে যোগ দেয়া না দেয়ার বিষয়ে প্রধান বিরোধীদল বিএনপি গতকাল পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরুর আগে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হবে সংসদে যাওয়া না যাওয়া নিয়ে। তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, নানা দাবি দাওয়া রয়েছে বিএনপির। তারপরও তারা বাজেট অধিবেশনে যোগ দেবে শেষ পর্যন্ত। খবর এনএনবির। বিএনপি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেয়ার পর সামনের সারির আসন বিন্যাস নিয়ে মনঃক্ষুণ্ন হয়ে রয়েছে। এ জন্য তারা কয়েক দিন সংসদ অধিবেশন থেকে ওয়াক আউটও করে। সর্বশেষ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন পর্যন্ত বিএনপি সংসদে উপসি'ত ছিলো। সামাপ্তি দিনে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া দীর্ঘ বক্তব্যও রাখেন। কিন্তু বিএনপি এ অধিবেশনে তাদের দাবি না মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তারা সংসদ বর্জন অব্যাহত রাখবে। জানা গেছে, বিএনপি সামনের সারিতে অন্তত ৬টি আসন পেতে চায়। বর্তমানে রয়েছে ৪টি আসন। এছাড়া বিএনপি খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিল, বিএনপির সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এসব দাবি না মানা পর্যন্ত তারা সংসদে যোগ দেবে না। বিরোধীদলের এসব দাবি দাওয়া নিয়ে স্পিকার অ্যাড. আব্দুল হামিদ সংসদের প্রধান হুইপ ও বিরোধী দলীয় হুইপদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে ও বিষয়গুলো নিষ্পত্তি করা যায় নি। গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেছেন, আমরা আশা করি বিরোধীদল সংসদে যোগ দেবে। তিনি বলেন, বিরোধীদল অনেক দাবি জানাবে। তারাও সরকারে ছিলো। তারা জানেন বিরোধী দলের কি কি দাবি মানা যায় আর কি কি দাবি মানা যায় না। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন, আমাদের দাবি দাওয়া নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। তারপরও আমরা সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সংসদীয় দলের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো। তিনি বলেন, আমরা সংসদে যোগ দিলে আমাদের নেত্রীর রেজিস্ট্রি করা বাড়ির লিজ বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ, গ্যাস, বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বলবো। সরকারি দলের একটি সূত্র বলেছে, বিরোধীদলকে বাজেট অধিবেশনে যোগ দেয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আজ অধিবেশন শুরুর আগ পর্যন্ত চেষ্টা করা হবে। সরকারি দলের নেতারা আশা করছেন বিরোধীদল অব্যশ্যই যোগ দেবে। কারণ যোগ না দেয়ার মত কোন ঘটনা ঘটে নি।

দশ ট্রাক অস্ত্র মামলা : শাহাবুদ্দীন আবারও ৪ দিনের রিমান্ডে

দশ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এর পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দীনকে তৃতীয় দফা রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। গতকাল বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট আবু হান্নানের আদালতে বিস্তারিত শুনানী শেষে তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয়। এর আগে তাকে আরো দুই দফায় মোট ৯ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃতীয় দফায় তাকে ১০ দিনের রিমান্ডে দেয়ার জন্য আদালতে আবেদন জানান সিআইডির এএসপি তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী। বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানীতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের কৌসুলী মহানগর পিপি কামাল উদ্দিন আহম্মেদ বলেন- এত বিশাল অস্ত্রের চালানের পেছনে কোন দেশের ইন্ধন রয়েছে এবং কোন কোন রাঘব-বোয়াল জড়িত তা বের করতে শাহাবুদ্দীনের ১০ দিনের রিমান্ড প্রয়োজন। এ সময় আসামী শাহাবুদ্দীনের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম বলেছেনণ্ড আমার মক্কেলকে দুই দফায় ৯ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টিএফআই সেলেও নেয়া হয়। এরপর তৃতীয় দফায় আবারও রিমান্ড চাওয়া বেআইনী। তাই তার রিমান্ড আবেদন বাতিল করা হোক। এ সময় তিনি মক্কেল-শাহাবুদ্দীনের ১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহার ও কারাগারে ডিভিশন প্রদানের আবেদন জানান। আদালত দুই আবেদনের উপর শুনানীর দিন আগামী ১১ জুন নির্ধারণ করেন। প্রসঙ্গতঃ শাহাবুদ্দীনকে ২ মে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ১৫ মে তিনি চট্টগ্রাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

আজ থেকে অফিস করবেন সোহেল তাজ

পদত্যাগ নয় অসুস'তার কারণেই কাজ করতে পারেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আজ বৃহস্পতিবার থেকে তিনি নিয়মিত অফিস করবেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সোহেল তাজের নির্বাচনী এলাকা কাপাসিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের এ কথা বলেন। রুহুল আমিন সোহেল তাজের সঙ্গে কথা বলে তাঁর মুখপাত্র হিসেবে মন্ত্রীর মিন্টো রোডের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সোহেল তাজের সহকারী ব্যক্তিগত সচিব আবু কাউসার ও কাপাসিয়া আওয়ামী লীগ নেতারা উপসি'ত ছিলেন। খবর বিডিনিউজের। রুহুল আমিন বলেন, ‘সোহেল তাজ বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর যেকোনও নির্দেশ তিনি বিনয়ের সঙ্গে মেনে নেবেন। আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই অফিস যাওয়া শুরু করবেন তাজ। অসুস' থাকায় তিনি এই কয়দিন অফিসে যাননি। গতকালও তার গায়ে জ্বর রয়েছে। জ্বরের কারণে তিনি এখন নিচে নামতে পারেননি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় যান। রাত প্রায় নয়টায় সোহেল তাজ সৈয়দ আশরাফের গাড়িতে করে যমুনা ত্যাগ করেন। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে সোহেল তাজের গুঞ্জন শোনা যাচ্ছিল। এর এক পর্যায়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, তিনি সোহেল তাজের ৬ থেকে ২৩ জুন পর্যন্ত ছুটির আবেদন অনুমোদন করেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস'ানরত স্ত্রী ও সন্তানদের দেখতে সেদেশে যেতে চাইছিলেন বলে খবর প্রচারিত হয়েছে। গত রোববার থেকে সোহেল তাজ অফিস করেননি। সোমবার মন্ত্রীসভার বৈঠকে তিনি অনুপসি'ত ছিলেন। এরপর থেকেই এ নিয়ে গুঞ্জন শুরু হয়।

১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা ১২টা করা হবে -বিদ্যুত প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আগামী ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে নিয়ে ১২টা করা হবে। গতকাল দুপুরে সচিবালয়ে তিনি একথা জানান। তিনি আরো জানান, এ পদ্ধতিতে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। মন্ত্রী বলেন, এতে সফলতা পেলে সারা বছর ধরে এ পদ্ধতি অনুসরণ করা হবে। তিনি এ সময় আরো বলেন, এ বিষয়টি সাধারণ মানুষকে জানাতে বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। খবর ইউএনবির। নামাযের সময়সূচির ব্যাপারে প্রতিমন্ত্রী জানান, মাগরিব ও ফজরের নামাযের সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নামাযের সময়সূচি ঠিক করা হবে। এর ফলে বিদ্যুৎ পরিসি'তির আরো উন্নতি হবে। খবর ইউএনবির।

পিন্টু পাঁচ দিনের রিমান্ডে

ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক বিএনপির সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির কর্মকর্তারা গতকাল বুধবার দুপুর ১টায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে তুমুল হট্টগোলের মধ্যদিয়ে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতের এ আদেশের পরপরই সাবেক এই সাংসদকে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে জামিনের শুনানির সময় আইনজীবীদের মধ্যে হট্টগোল বেঁধে যাওয়ায় আদালত ১০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। আবার আদালত বসলে পিন্টু নিজেই জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। কিন্তু আদালত শুনানি শেষে পৌনে ২টায় তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়। ২টায় তাকে আদালত ভবন থেকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়। খবর এনএনবির। এর আগে মঙ্গলবার তাকে হাইকোর্ট মাজার গেট থেকে গ্রেফতারের পর গতকাল বুধবার সকালে মহানগর হাকিম মমিনুল হাসানের কোর্টে হাজির করে রিমান্ড আবেদন করে সিআইডি কর্মকর্তারা। পিন্টুকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অবৈধভাবে ফাঁসানোর জন্য আটক করা হয়েছেণ্ড এ দাবি করে তার আইনজীবীরা পিন্টুর জামিনের আবেদন করেন। আইনজীবীরা বলেন, নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানোর জন্য পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। অথচ মির্জা আজম, ব্যারিস্টার ফজলে নুর তাপসসহ সরকারের এমপি, মন্ত্রী যারা পিলখানার ঘটনার সময় প্রবেশ করেছিলেন তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ওই হত্যাকাণ্ডে সরকারি প্রতিবেদনে পিন্টুর নাম থাকায় তিনি হাইকোর্টে রিট আবেদন করতে গিয়েছিলেন যেন এ মামলায় তাকে হয়রানি করা না হয়। রিট আবেদনটি শুনানির অপেক্ষায় ছিল। আইনের আশ্রয় নিতে গিয়ে পিন্টু হাইকোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। শুনানিতে তারা বলেন, এ মামলাটির তদন্ত কর্মকর্তা কাহার আকন্দ অবসরে গিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তার সুসম্পর্ক থাকার কারণে এ মামলায় তাকে দিয়ে সাজানো তদন্ত অনুষ্ঠান চালানো হচ্ছে। যারা পিলখানা মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তাদের জবানবন্দিতে পিন্টুর নাম প্রকাশ হয় নি। আর রিমান্ড আবেদনে ১৬৪ ধারায় পিন্টুর নাম এসেছে কিনা তা বলা হয় নি। সাবেক সচিব আনিস-উজ-জামান খানকে প্রধান করে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে ২৫ ও ২৬ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহে জড়িত জওয়ানদের পালিয়ে যেতে সহায়তা করেন পিন্টু। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হতে পারে এটি আঁচ করতে পেরে পিন্টু গ্রেফতার ও হয়রানি এড়াতে আগাম নির্দেশনার জন্য রোববার এ বিষয়ে নির্দেশনা চেয়ে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. আজিজুল হকের সম্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন। পিলখানার ঘটনার তদন্ত প্রতিবেদনে নাম আসায় গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ চেয়ে তিনি ওই রিট আবেদন করেছিলেন। মঙ্গলবার এ আবেদনের শুনানির পর হাইকোর্ট পিন্টুর আবেদন গ্রহণে অস্বীকৃতি জানায়। এরপর পিন্টু আইনজীবীদের গাউন পরে একটি মোটরসাইকেলে চড়ে হাইকোর্ট প্রাঙ্গণ ত্যাগ করার চেষ্টা করলে সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে ধাওয়া করে আটক করে। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলা করা হয়। পরবর্তী সময়ে মামলাটি নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আখন্দ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহে মদদ দান, বিদ্রোহীদের সমর্থনে মিছিল বের করতে উৎসাহ দান এবং বিদ্রোহী জওয়ানদের পালিয়ে যেতে সহায়তা করেন বলে উল্লেখ করেন। ওই আবেদনে আরো বলা হয়, পিলখানায় বিদ্রোহ ঘটনায় সদর দপ্তরে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ, মালামাল লুণ্ঠন, সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যা, তাদের গণকবর দেয়া, অনেকের লাশ স্যুয়ারেজ লাইনে ফেলে দেয়ার ঘটনায় বিদ্রোহীদের ইন্ধন জুগিয়েছেন পিন্টু। ওই কাজে পিন্টুর সহযোগীদের চিহ্নিত করাসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পিন্টুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় আদালতে পিন্টুর রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের আবেদন জানান পিন্টুর পক্ষের আইনজীবীরা। এ শুনানিতে অংশ নেন এডভোকেট সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসীম, লতিফ তালুকদার, জয়নাল আবেদীন মেসবাহসহ অপর আইনজীবী আদালতে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। শুনানিকালে মাসুদ আহমেদ তালুকদারের সাথে খোরশেদ আলমের বাকবিতণ্ডা, গালিগালাজ এবং এক পর্যায়ে হাতাহাতির উপক্রম হলে দুপুর ১টা ৩৫ মিনিটে বিচারক শুনানি গ্রহণ শেষ না করেই আদালত মুলতবি ঘোষণা করেন। শুনানির শেষ পর্যায়ে পিন্টু কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু বলার জন্য আদালতের কাছে অনুমতি চেয়ে বলেন, মঙ্গলবার বিকালে হাইকোর্ট থেকে আমাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা মোটেই সত্য নয়। হাজারীবাগ থেকে সোয়ারিঘাট গিয়ে আমি কিভাবে নৌকা ঠিক করলাম বিডিআর বিদ্রোহীদের পালানোর জন্য। ঘটনার সময় ৫ নম্বর গেটের বাইরে মিছিলের ভিডিও ফুটেজে আমার বা আমার দলীয় কর্মীর ছবি দেখাতে পারলে আমি যে কোন সাজা মাথা পেতে নেবো। তিনি বলেন, আমি মারাতুক অসুস্থ। দেশের স্কয়ার হাসপাতাল এবং পরে বিদেশে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ডিবি অফিসে কনস্টেবলের হাতে পায়ে ধরেও একটি ওষুধ আনতে পারি নি। গ্যাস্ট্রিক-আলসারের ব্যথায় সারারাত কাতরিয়েছি। কিন্তু আদালত শুনানি শেষে পৌনে ২টায় তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়। ২টায় তাকে আদালত ভবন থেকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়।

আমারে বেশিদিন আটকে রাখা যাবে না : তাজুল ।। জিজ্ঞাসাবাদে চমকপ্রদ তথ্য দিল চোর সর্দার তাজুল

আড়াই শতাধিক চোরের সর্দার তাজুলের কাছ থেকে চট্টগ্রাম কেন্দ্রিক চোরের উপগ্রুপ, চোরাই পণ্য কেনার নির্দিষ্ট পার্টি এবং মধ্যস'াকারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য পেয়েছে পুলিশ। কোতোয়ালী থানায় রিমান্ডে এসে পুলিশী জিজ্ঞাসাবাদে তাজুল এসব তথ্য দেয় তদন্ত কর্মকর্তা সাবইন্সপেক্টর মোহসীন জানিয়েছেন। ২ জুন মঙ্গলবার এ প্রতিবেদকের সাথে আলাপকালেও সে জানায়, ‘আমারে একবার সুযোগ দিতে স্যারেরে কইছি। এবার জেল থেকে বাইর অওনের পর যদি আমারে এ লাইনে দেহে তাইলে ক্ররস্‌ফায়ার দিতে কইছি। ‘উল্লেখ্য, গত ২৮ মে টানা ৬৪ ঘণ্টার অভিযান চালিয়ে এসি কোতোয়ালী বাবুল আক্তার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদের নেতৃত্বে কোতোয়ালী থানার একটি বিশেষ অভিযান দল চোর সর্দার তাজুল এবং তার ১১ জন সহযোগীকে গ্রেপ্তার করে। গত ১ জুন তাকে ১ দিনের রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদে তাজুল জানিয়েছে, সুবিধে মতো যেকোন দোকান তারা চুরি করলেও, তার প্রথম পছন্দ ওষুদের দোকান। কারণ, ওজন কম, সময় সাশ্রয় হয় এবং অল্প মালে অধিক মুনাফা। কোন্‌ সিরাপ, ইনজেকশন কিংবা স্যালাইন নয়, নেয়া হয় ট্যাবলেট বা ক্যাপসুল জাতীয় ওষুধ। সে জানায়, লেহাপড়া জানি না ঠিকই তয় কোন্‌ কোম্পানির কী মাল বেশি চলে, হে সম্পর্কে কাম করতে করতে ধারণা হইয়া গেছে। চোরাই মাল জমা হয় হোটেল আল আকসার ৩২ ও ৩৩ নম্বর রুমে। গত সাত মাস ধরে অধিকাংশ বারই এ দুটি রুম তার জন্য নির্দিষ্ট ছিল। মাল কেনার তথাকথিত পার্টি নিয়ে আসে পাথরঘাটা, সিনেমা প্যালেস ও স্টেশন রোড এলাকার কিছু যুবক। চোরাই ওষুধ সবচেয়ে বেশি কিনতো পাথর ঘাটা পুরান গীর্জ্জা এলাকার একটি ফার্মেসি। এ ছাড়া হাজারী গলির তিনটি ওষুধের দোকানও ছিল তার ‘পার্মানেন্ট কাস্টমার।’ মাঝে মধ্যে কার্টন ভর্তি করে চেয়ারকোচে ঢাকায় পাঠানো হয়। তাজুলের অনুশোচনা কিংবা অপরাধ বোধ নেই বিন্দুমাত্র, পুলিশ কর্মকর্তারাও এ জন্য বিস্মিত! তার দুঃখ শুধু একটাই; নারায়ণগঞ্জে তার এলাকার মানুষ কিংবা তার পরিচিত জনেরা জানে না যে, সে চুরি পেশায় জড়িত। এলাকাবাসীর কাছে তার পরিচয় একজন দিলখোলা ব্যবসায়ী হিসেবে। তার বন্ধু কিংবা পরিচিত জনেরা জানে তার ব্ল্যাকের ব্যবসা আছে। এ প্রতিবেদককেও সে বারবার অনুরোধ করেছে, তাকে নিয়ে আর লেখালেখি না করতে। সে বলে, ‘ভাই, আমার এ জীবনে কোনদিন গরীবরে ঠকাই নাই আমি। পয়সাঅলারে খাইছি, নিরীহ মাইনষেরে খাওয়াইছি। মাইনষের দোয়া আছে আমার লগে। নইলে যে পাপ করছি, মাইর আরো বেশি খাইতাম।’ গত ৭ মাস আগে তাজুল ও তার ট্রাকের হেলপার লিটন লোহাগাড়া থানায় ধরা পড়েছিল বলে স্বীকার করেছে। সে জানায়, চুরি করতেই ট্রাক নিয়ে সে ও তার সহযোগীরা লোহাগাড়া গিয়েছিল। ফিরে আসার সময় জনতা ও পুলিশ ধাওয়া করে তাদের। সকলে পালালেও ধরা পড়ে যায় তাজু ও হেলপার লিটন। সে মামলায় দেড় মাস জেল খেটে জামিনে বেরিয়ে আসে দু’জন। তাজুলের দৃঢ় বিশ্বাস, মাস/দেড় মাসের বেশি এবারো তাকে জেল খানায় কাটাতে হবে না। ঠিকই জামিন পেয়ে যাবে। ধরা পড়ার দিন থেকে রিমান্ডে আসা পর্যন্ত তার এ বিশ্বাসে চিড় ধরে নি এতটুকু। এ প্রসঙ্গে এস আই মোহসিন বলেন, তাজুলের মনোবল অত্যন্ত শক্ত। কাকে কোন্‌ টনিক দিলে কাজ হবে, সেটা বুঝে সে কাজ চালিয়ে আসছিল এতদিন ধরে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা চট্টগ্রাম ভিত্তিক তাজুলের গ্রুপ মেম্বারদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অচিরেই আরো একটা সুসংবাদ আশা করি নগরবাসীকে দিতে পারবো।

টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রস'তি একতরফা ম্যাচে পাকিস্তানের হার

অতর্কিতভাবে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হল দিল্লির তাজ হোটেল। এ ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে তাদের সাথে সব ধরনের ক্রিকেটিয় সম্পর্ক বর্জন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বিশ্বের অগণিত ক্রিকেটপ্র্রেমী বঞ্চিত হলেন রোমাঞ্চকর পাক-ভারত ক্রিকেট দ্বৈরথ উপভোগের। না এখনো, টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই মাঠেই গড়ায়নি। চলছে দলগুলোর শেষ মুহূর্তের ঘষামাজা। আর এই ঘষামাজার অংশ হিসেবে প্রস'তি ম্যাচ খেলতে গতকাল মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অবশ্য মহৎ একটা উদ্দেশ্যও ছিল এই প্রস'তি ম্যাচের পেছনে। শ্রীলংকা ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে মারা যায় অনেক নিরাপত্তা কর্মকর্তা। আর তাদের পরিবারের সাহায্যার্থে ব্যয় হবে এই ম্যাচ থেকে পাওয়া টিকেটের সব অর্থ। গত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দু’দল। সেই ম্যাচে ভারতের কাছে হেরে শিরোপা স্বাদ থেকে বঞ্চিত হয়েছিল পাকিস্তান। গতকাল প্রস্তুতি ম্যাচে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগও এসেছিল পাকিস্তানের সামনে। কিন্তু পরিশোধ নেওয়া দুরে থাক, ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে জয় পেয়েছে টুয়েন্টি টুয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানকে তারা হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। মূলত রোহিত শর্মার ৫৩ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে সহজ জয় পেয়ে যায় ভারত। গতকাল অবশ্য টস পরীক্ষায় উত্তীর্ণ পাক দলনেতা ইউনিস খান। আর প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান। শুরুতে শাহজাইব হাসানকে কোন রান করার আগেই ফিরিয়ে দিয়ে ভারতীয় শিবিরকে উল্লাসে মাতান প্রবীন কুমার। এরপর দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার আহমেদ শেহজাদকে নিয়ে কামরান আকমল ৪.৩ ওভারে দলকে পৌঁছে দেন ৪৫ রানে। এসময় সুরেশ রায়না ডিরেক্ট থ্রোতে রান আউট হওয়ার আগে মাত্র ৯ বলে আকমলের ব্যাট থেকে আসে ১৯ রান। দলের ঠিক একই স্কোরে ইশান্ত শর্মা ওপেনার আহমেদ শেহজাদকে ফিরিয়ে দেন ২৫ রানে। শেহজাদ আউট হওয়ার পরের বলে আফ্রিদীকে (০) উইকেটের পেছনে মহেন্দ্র ধোনির হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ইরফান পাঠান। ১ উইকেটে ৪৫ থেকে ৪ উইকেটে ৪৫-এ পরিণত হয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। এ অবস'ায় বিপর্যয় থেকে উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে আসেন অধিনায়ক ইউনিস, শোয়েব মালিক, মিসবাহ এবং ইয়াসির আরাফাত। ৩২ বলে ২ চারের সাহায্যে ৩২ রান করে ইউনিস হরভজনের বলে এবং ১১ বলে ২ চারের মার দিয়ে ১৪ রান করে শোয়েব মালিক আউট হয়ে যায় প্রজ্ঞান ওঝার বলে। তবে ৩০ বলে ৪টি চারের মারসহ ৩৭ রানে অপরাজিত থাকেন মিসবাহ এবং আরাফাত অপরাজিত থাকেন ২৫ রানে। তার ইনিংসেও ছিল ৩ চার। জয়ের জন্য ব্যাট করতে নামা ভারতের শুরুটাই ছিল দুর্দান্ত। সেওয়াগের অনুপসি'তিতে গম্ভীরের সাথে ইনিংস ওপেন করতে নামেন রোহিত শর্মা। আর এ দু’জনই ব্যাটিংয়েই নিশ্চিত হয়ে যায় দলের জয়। দলীয় ১৪০ রানে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রোহিত যখন আউট হন তখন জয় থেকে মাত্র ১৯ রান দূরে ভারত। ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করা রোহিত শর্মাকে শেষ পর্যন্ত থামান আমির। এরপর গম্ভীর ৪৭ বলে ৫২ রানে এবং অধিনায়ক ধোনি ৪ বল খেলে ৯ রানে অপরাজিত থাকেন।

নাসিরুদ্দীন পিন্টুর স্ত্রীকে পাসপোর্ট না দেয়ার নির্দেশ

পিলখানা হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপির সাবেক এমপি নাসিরুদ্দীন আহমেদ পিন্টুর স্ত্রীকে পাসপোর্ট না দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ব্যাপারে দেশের সকল পাসপোর্ট অফিসকে সতর্ক করে দিয়েছে। নাসিরুদ্দীন আহমেদ পিন্টুর স্ত্রী ঢাকার পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। সেখানে তার আবেদন নাকচ করার সাথে সাথে দেশের সকল পাসপোর্ট অফিসকে তার নামে যেন কোন পাসপোর্ট ইস্যু করা না হয় সেই নির্দেশ দেয়া হয়েছে। গতকাল এই চিঠি দেশের সবকটি পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে।

লাদেনের ভর্ৎসনা সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ওবামা

আরব-ইসরাইল সংঘাত, ইরান ইস্যুতে কূটনৈতিক পদক্ষেপ এবং তেলের মূল্য নিয়ে বাদশা আবদুল্লাহর সঙ্গে আলোচনা করতে গতকাল বুধবার সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে রিয়াদে তার পদার্পণের পরপরই আল জাজিরা টেলিভিশন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের একটি রেকর্ডিং প্রচার করেছে। এতে ওবামাকে ভর্ৎসনা করে লাদেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিহিংসা ও ঘৃণার বীজ বপন করেছেন। ওবামা তার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পথই অনুসরণ করছেন উল্লেখ করে লাদেন তার বক্তব্যে হোয়াইট হাউসের নীতিমালার পরিণতি ভোগ করার জন্য মার্কিনিদের প্রস্তুত থাকতে বলেছেন।