এইচএসসি উত্তীর্ণদের চাকরির জন্য নতুন প্রকল্প : বাজেটে বরাদ্দ থাকছে

উচ্চ মাধ্যমিক পাস তরুণ-তরুণীদের জন্য চাকরির বন্দোবস্ত করতে জাতীয় সেবা (ন্যাশনাল সার্ভিস) কর্মসূচি নামে নতুন একটি প্রকল্প আগামী বাজেটে থাকছে। প্রাথমিকভাবে কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে। পরবর্তীতে তা ছড়িয়ে দেয়া হবে সারাদেশে। খবর এনএনবি’র।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব তথ্য উল্লেখ করে সাংবাদিকদের জানিয়েছেন, ‘আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটেই এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে সরকারের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওয়াদা এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা মাথায় রেখে।’গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী একথা জানান। গত ২-৩ জুন তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৪তম বার্ষিক সভা বিষয়ে অর্থমন্ত্রী এ সংবাদ সমেুলন করেন। তিনি সভাতে অংশ নিয়েছিলেন।
মন্ত্রী বলেন, ‘আইডিবির সমেুলন উপলক্ষে তিনদিন দেশের বাইরে ছিলাম। অবসরে ঠাণ্ডা মাথায় বাজেট নিয়ে কিছু চিন্তা করেছি। ওই চিন্তা থেকেই জাতীয় সেবা প্রকল্প চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’তিনি জানান, জাতীয় সেবা প্রকল্পটি দুই বছর মেয়াদে করা হবে। দুই থেকে তিনটি উপজেলায় পরীক্ষামূলকভাবে তা চালু করা হবে। প্রথমে উচ্চ মাধ্যমিক পাস তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হবে ছয় মাস। এরপর দেড় বছরের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় এদের চাকরির ব্যবস্থা করা হবে। দেড় বছর পর তারা নিজেরা সিদ্ধান্ত নেবে, চাকরিতে থাকবে না পড়াশোনা করবে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী প্রতিরক্ষা থেকে কৃষি, যেকোন খাতেই চাকরির ব্যবস্থা থাকবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি জানান, বিশ্বের অনেক দেশেই নির্দিষ্ট মেয়াদে প্রত্যেক নাগরিকের জন্য রাষ্ট্রকে এ জাতীয় সেবা দেওয়া বাধ্যতামূলক।আগামী অর্থবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কতণ্ডএমন প্রশ্নের জবাব না দিয়ে অর্থমন্ত্রী জানান, ‘চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার হবে পাঁচ দশমিক ৯ শতাংশ।’বাজেট ঘোষণার আগেই গাড়িসহ কিছু বিলাস দ্রব্যের দাম বেড়ে গেছে প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবারই বাজেট ঘোষণার আগে এটি ঘটে’।প্রসঙ্গত, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মাসব্যাপী এর ওপর আলোচনা চলবে।

কর্ণফুলী বাঁচলে বন্দর বাঁচবে ।। নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধনকালে বন্দর চেয়ারম্যান

দেশের ইতিহাসে প্রথম বারের মতো নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ চট্টগ্রামে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করেন। এই উপলক্ষে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব দশটি জলযান দিয়ে এক বর্ণাঢ্য নৌ র্যা লিও বের করা হয়। কর্ণফুলী নদীতে বিভিন্ন শ্লোগান তুলে র্যা লিটি বন্দরের এক নম্বর জেটি এলাকা থেকে শাহ আমানত সেতু এলাকা প্রদক্ষিণ করে।৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত নৌ নিরাপত্তা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের দশটি জাহাজ নিয়ে এই উপলক্ষ্যে একটি র্যাুলি বের করে। এই সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ কর্ণফুলীকে রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, এই কর্ণফুলী বাঁচলে বন্দর বাঁচবে। আর বন্দর বাঁচলেই জাতি বাঁচবে। তিনি বলেন, কর্ণফুলী নিরাপদ থাকলে বন্দর নিরাপদ থাকবে, বন্দর নিরাপদ থাকলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তিনি নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। জাহাজে অতিরিক্ত মাল বোঝাই থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, এতে বিপদ আসতে পারে। এই বিপদের খেসারত পুরো জাতিকে দিতে হয়। বে ক্রসিং এর অনুমোদন নেই এমন জাহাজগুলোকে সাগর পাড়ি দেয়া থেকে বিরত রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ সড়ক দ্বীপগুলো ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজিয়েছে।

আজ ঐতিহাসিক ৭ই জুন

আজ ঐতিহাসিক ৭ই জুন। বাঙালির স্বাধিকার আন্দোলনের এক অবিস্মরণীয় মাইলফলক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬-দফা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের ৭ জুন। এ দিন বাঙালির মুক্তিসনদ-৬ দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারাণগঞ্জে মনুমিয়া, সফিক ও শামসুল হকসহ অনেকে শহীদ হন। ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে সারা দেশের মত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে কর্মসূচি গ্রহণ করেছে।
মহানগর আওয়ামী লীগ ॥ ৭ জুন উপলক্ষে আজ রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু অনুরোধ জানিয়েছেন।
উত্তর জেলা আওয়ামী লীগ ॥ ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বিকেল ৫টায় সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে যথা সময়ে সবাইকে উপসি'ত থাকার জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. সালাম অনুরোধ জানিয়েছেন।

মহিউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে ২৮ বছর ধরে লড়ছে হকার মার্কেটের সাধারণ দোকান মালিকরা ।। নানা কৌশলে সভাপতির পদ আঁকড়ে থাকার অভিযোগ

পৌর জহুর হকার মার্কেট থেকে সিটি মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর কর্তৃত্ব হটাতে দীর্ঘ ২৮ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন সাধারণ দোকান মালিকরা। নিজের কর্তৃত্ব হাতছাড়া হওয়ার পাশাপাশি শতাধিক দোকানের মালিকানাও চলে যাওয়ার আশঙ্কায় দীর্ঘ ত্রিশ বছর এই মার্কেটের সভাপতির দায়িত্ব পালন করছেন বর্তমান সিটি মেয়র। ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে ১৯৮১ সালে নিহত হয়েছেন অজি উল্লাহ নামের এক ব্যবসায়ী।
পৌর জহুর ব্যবসায়ী কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭৩ সালে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন করতে হকার মার্কেট প্রতিষ্ঠা লাভ করে। হকারদের মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসনের খাস সম্পত্তির উপর মার্কেটটি নির্মিত হয়। ১৯৭৭ সালে তৎকালীন নির্বাচিত কমিটি সমাজ সেবা থেকে চট্টগ্রাম উচ্ছেদকৃত হকার সমিতি নামের সংগঠনটি নিবন্ধন করেন। ১৯৮৮ সালে মেয়র মহিউদ্দিন চৌধুরী পৌর জহুর হকার মার্কেট ব্যবসায়ী সমিতি নামে নতুন একটি সমিতি নিবন্ধন করেন। তখন আমি উচ্ছেদকৃত হকার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। হকার মার্কেটের নতুন সমিতির রেজিস্ট্রেশন হয়েছে, অথচ আমি সে সম্পর্কে কিছুই জানি না। তখন আমি সমাজ সেবা কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারলাম সাধারণ সম্পাদকসহ ৪৬৪ জন সাধারণ দোকান মালিক সদস্যের স্বাক্ষর জাল করে সমিতি রেজিস্ট্রেশন করা হয়। উক্ত রেজিস্ট্রেশন বাতিলের জন্য তাৎক্ষণিক ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন করেন। ভুয়া রেজিস্ট্রেশন বাতিল করতে ১৯৮৯ থেকে ২০০২ পর্যন্ত দীর্ঘ ১৩ বছর লড়াই করেছে সাধারণ ব্যবসায়ীরা। সমাজ সেবা অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন তদন্ত টিম তদন্তের মাধ্যমে ২০০২ সালে উক্ত সমিতির রেজিস্ট্রেশন বাতিল করে। মেয়র মহিউদ্দিনের সমিতির রেজিস্ট্রেশন বাতিল করতে হকার মার্কেটের সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির ৪৬৪ সদস্যের স্বাক্ষর সম্বলিত একটি আবেদন সমাজ সেবা কার্যালয়ে প্রদান করা হয়। ২০০২ সালে সিটি মেয়র মহিউদ্দিনের সমিতির রেজিস্ট্রেশন বাতিল করে উচ্ছেদকৃত হকার সমিতির নির্বাচন দেয়ার ঘোষণা দেয় সমাজ সেবা অধিদপ্তর। সমাজ সেবার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন বাতিলকৃত হকার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। উক্ত রিটের ভিত্তিতে সমাজ সেবার আদেশ স্থগিত করা হয়। উক্ত পিটিশনের পরিপেক্ষিতে একই সময়ে উচ্ছেদকৃত হকার সমিতির সভাপতি এম এ হাশেম হাইকোর্টে আরেকটি রিট আবেদন দায়ের করেন। যা বর্তমানে বিচারাধীন।
হকার মার্কেটের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সিটি মেয়র আজীবন সভাপতি থাকতে ১৯৮৮ সালে সমিতি রেজিস্ট্রেশন করেছিলেন। সমিতির রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পরও আজীবন সভাপতি রয়ে গেছেন মহিউদ্দীন চৌধুরী। হকার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অধিকাংশ সদস্য কার্যকরী কমিটির নির্বাচন দাবি করলেও বিগত ২১ বছরে এ মার্কেটে কোন নির্বাচন হতে দেয় নি মেয়র।
জানা যায়, হকার মার্কেটের পশ্চিম পাশে খালিস্থানে ১৯৮৭ সালে দোকান তৈরির চেষ্টা করেন এ বি এম মহিউদ্দিন। চলাচলের রাস্তায় দোকান নির্মাণের বিরোধিতা করেন সাধারণ ব্যবসায়ীরা। বহিরাগত সন্ত্রাসীরা উক্ত স্থানে দোকান নির্মাণের চেষ্টা করলে হকার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির তৎকালীন নির্বাচিত কমিটির অধিকাংশ সদস্য বাধা প্রদান করেন। সন্ত্রাসীদের হামলায় তৎকালীন সহ-সভাপতি অজি উল্লাহ নিহত হয়। অজি উল্লাহর জীবনের বিনিময়েও উচ্ছেদ করা সম্ভব হয়নি হকার মার্কেটের মুখে অবৈধভাবে গড়ে তোলা ৭১টি দোকান। এদিকে সিটি মেয়রের নামে দাবিকৃত ভাড়া পরিশোধ না করায় ৩৪ ব্যবসায়ীকে হুমকি প্রদান করে চলেছেন ভাড়া দাবিকারী ব্যক্তিরা। গতকাল বিকেলে হকার মার্কেটের পশ্চিম পাশে ৭১ দোকানে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকানের ব্যবসায়ীরা অনুপসি'ত। কর্মচারীরা জানান, ভাড়া নিয়ে মেয়রের লোকের সাথে গন্ডগোল চলছে তাই মালিকরা গতকাল থেকে দোকানে অনুপস্থিত। উল্লেখ্য, উক্ত ৭১টি দোকান সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত না থাকায় এগুলো থেকে কোন রাজস্ব সরকার পায় না।ব্যবসায়ীরা অভিযোগ করে জানায়, হকার মার্কেটে নিচের সারিতে মেয়র মহিউদ্দিন চৌধুরীর আটটি দোকান, উপরে জমজম হোটেল এবং লীজভুক্ত ১০টি দোকানসহ মোট ২০টি দোকান রয়েছে। যে সব দোকান থেকে প্রতিমাসে লক্ষাধিক টাকা ভাড়া আদায় করা হয়।

বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক ॥ জাতীয় কাউন্সিলের তারিখ শীঘ্রই

আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এ সপ্তাহেই জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করবে আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির চার ঘন্টা বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া বৈঠক চলে বিকাল ৩টা পর্যন্ত।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আজকের বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের ৬০ বছরপূর্তি উৎসবের জন্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া গঠনতন্ত্র সংশোধন কমিটি অচিরেই বৈঠকে বসবে। অধিকাংশ জেলা কমিটি আছে। যেসব জেলা কমিটি এখনো হয়নি, জরুরি ভিত্তিতে সেসব জেলা কমিটি গঠন এবং জেলা কাউন্সিল করা হবে। জাতীয় কাউন্সিল করার সব ধরনের প্রস্তুতি আছে। চলতি সপ্তাহে সভাপতিমণ্ডলীর সদস্যদের বৈঠকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। ওই বৈঠকে জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে।’ বৈঠকে বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানানো হয়।বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট এবং টিপাইমুখ বাঁধ নিয়ে বিএনপি’র অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি’র মুখে এসব কথা সাজে না। কারণ বিএনপি’র সময়ে যতোগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার কোনোটারই তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিএনপি’র আমলে। ওই পাঁচ বছর বিএনপি কিছু বলেনি। নীরব ছিল। কিন' আমরা সরকার গঠনের পর পরিসি'তি পর্যালোচনার জন্য সর্বদলীয় সংসদীয় কমিটি করেছি। ওই কমিটি সরেজমিন বাঁধ এলাকা পরিদর্শন শেষে সংসদে রিপোর্ট দেবে। যার মাধ্যমে সারাদেশের মানুষ টিপাইমুখ বাঁধের আসল পরিসি'তি জানতে পারবে। সর্বদলীয় সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে সরকার যদি মনে করে টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য ভালো হবে তবেই সমর্থন দেবে। আমরা দেশের স্বার্থে যা করার দরকার তাই করবো।
সংসদের বাজেট অধিবেশনে বিএনপিকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারি দলের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘সংসদের স্পিকার এবং চিফ হুইপ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি বিরোধী দল বিএনপি সংসদে ফিরে আসবে। সংসদকে সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা বিএনপিকে আহ্বান জানাই। আজকের বৈঠক থেকেও তাদের সংসদে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আজকের বৈঠকে শেখ হাসিনা বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িতদের অচিরেই বিচার কাজ শুরু হবে। দায়ীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, দফতর সম্পাদক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান প্রমুখ।

স্কুলছাত্র হৃদয় হত্যা মামলার তিন আসামিএকদিনের রিমান্ডে

সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে কোন্‌টি বেশি প্রয়োজন কঠোর শাসন নাকি কোমল আদর? অবারিত সুযোগ সুবিধা নাকি নিয়মের বেড়াজালে আটকে রাখা? গতকাল এ প্রশ্নগুলো ছিল অভিভাবকদের মুখে মুখে। তিন সহপাঠীর হাতে অষ্টম শ্রেণীর ছাত্র হৃদয়ের খুনের সংবাদটি গতকাল ছিল নগরীর টক অব দ্য টাউন। কেউ কেউ শিউরে উঠেছেন, আপন সন্তানকে হৃদয়ের সাথে তুলনা করে। আবার অনেকে শুভ, পারভেজ কিংবা ফরহাদের মাতা-পিতার আসনে নিজেকে কল্পনা করে শঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই ফোন করে সমাধান খুঁজতে চেয়েছেন, কেউবা আবার নানা ধরনের মতামত ব্যক্ত করেছেন, এ ঘটনাকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তার কথাও বলেছেন কেউ কেউ।
এদিকে গতকাল স্কুলছাত্র হৃদয় হত্যা মামলার প্রধান তিন আসামি শুভ, ফরহাদ ও পারভেজকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া ঘটনার প্রধান সাক্ষী আকাশ মণ্ডল গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ মামলার প্রধান তিন আসামিকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিপ্লব জানিয়েছেন, শুভকে রাজসাক্ষী করা হতে পারে। কারণ পুলিশি তদন্তে হত্যার সাথে শুভর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় নি।

স্কুলছাত্র হৃদয় হত্যা মামলার তিন আসামিএকদিনের রিমান্ডে

সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে কোন্‌টি বেশি প্রয়োজন কঠোর শাসন নাকি কোমল আদর? অবারিত সুযোগ সুবিধা নাকি নিয়মের বেড়াজালে আটকে রাখা? গতকাল এ প্রশ্নগুলো ছিল অভিভাবকদের মুখে মুখে। তিন সহপাঠীর হাতে অষ্টম শ্রেণীর ছাত্র হৃদয়ের খুনের সংবাদটি গতকাল ছিল নগরীর টক অব দ্য টাউন। কেউ কেউ শিউরে উঠেছেন, আপন সন্তানকে হৃদয়ের সাথে তুলনা করে। আবার অনেকে শুভ, পারভেজ কিংবা ফরহাদের মাতা-পিতার আসনে নিজেকে কল্পনা করে শঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই ফোন করে সমাধান খুঁজতে চেয়েছেন, কেউবা আবার নানা ধরনের মতামত ব্যক্ত করেছেন, এ ঘটনাকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তার কথাও বলেছেন কেউ কেউ।
এদিকে গতকাল স্কুলছাত্র হৃদয় হত্যা মামলার প্রধান তিন আসামি শুভ, ফরহাদ ও পারভেজকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া ঘটনার প্রধান সাক্ষী আকাশ মণ্ডল গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ মামলার প্রধান তিন আসামিকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিপ্লব জানিয়েছেন, শুভকে রাজসাক্ষী করা হতে পারে। কারণ পুলিশি তদন্তে হত্যার সাথে শুভর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় নি।

সামনের সারিতে বিরোধী দলকে আর কোনো আসন দেয়া হবে না - স্পিকার

প্রধান বিরোধী দল বিএনপিকে জাতীয় সংসদে সামনের সারিতে আর কোনো আসন দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্পিকার এডভোকেট আব্দুল হামিদ। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদের মহিলা সাংসদদের তিনদিনব্যাপী ওরিয়েন্টশন প্রোগ্রামের উদ্বোধন করতে এসে গতকাল তিনি সাংবাদিকদের এ কথা জানান। আব্দুল হামিদ বলেন, জাতীয় সংসদে বিরোধী দলকে সামনের সারিতে আর কোনো আসন বাড়িয়ে দেয়া সম্ভব নয়। তবে নতুনভাবে করা আসন পুনর্বিন্যাসে বিরোধী দল সন'ষ্ট থেকে চলতি বাজেট অধিবেশনে যোগ দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপ যৌথভাবে মহিলা সংসদ সদস্যদের জন্য তিনদিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। প্রোগ্রামের আর্থিক সহায়তা দিয়েছে ইউএসএইড। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ইউএসএইড-এর মিশন ডিরেক্টর ডেনিস এ রোলিনস, অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড পার্লামেন্টের সাবেক এমপি ড. লেসলি ক্লার্ক প্রমুখ। এতে জাতীয় সংসদের সরাসরি ও সংরক্ষিত মিলিয়ে ৪২ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।