নগর বিএনপিতে অস্থিরতা ভেঙে গেছে চেইন অব কমান্ড


চট্টগ্রামে বিএনপিতে অস্তিরতা শুরু হয়েছে। ভেঙে গেছে দলীয় চেইন অব কমান্ড। ভিন্ন-ভিন্ন ভাবে পালিত হচ্ছে দলীয় কর্মসূচি। মহানগর বিএনপির দলীয় কর্মসূচিতে অনেকে উপস্থিত না থেকে নিজেদের উদ্যোগে আলাদাভাবে কর্মসূচি পালন করছে। নগর বিএনপির কর্মসূচিতে না এসে আলাদা ভাবে কর্মসূচি পালন করায় বিএনপির বেশ কয়েকজন নেতার উপর নগর বিএনপির আহবায়কসহ সিনিয়র নেতারা ক্ষুব্ধ। যারা আলাদাভাবে কর্মসূচি পালন করছেন তাদের কঠোর সমালোচনা করেছেন নগর বিএনপি নেতারা। নগর বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, মহানগরীর দলীয় কর্মসূচিতে উপসি'ত না থেকে আলাদাভাবে কর্মসূচি পালনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে। নগর কমিটি থাকতে আলাদাভাবে কর্মসূচি পালন করে নগর কমিটিকে অবজ্ঞা করা হচ্ছে। সাম্প্রতিক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে চট্টগ্রামে একাধিক নেতার উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মহানগর বিএনপি শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করলেও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করা হয়েছে। অপরদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। একইসাথে বিগত জাতীয় নির্বাচনে কোতোয়ালী আসনের বিজিত নেতা মোঃ শামসুল আলম এবং বিএনপি নেতা ডাঃ শাহদাত হোসেনের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। চান্দগাঁও-বোয়ালখালী এলাকায় বিএনপি নেতা মোঃ এরশাদ উল্লাহ’র নেতৃত্বেও পালিত হয়েছে পৃথক কর্মসূচি। জাতীয় নির্বাচনের পর থেকে নগর বিএনপিতে অসি'রতা শুরু হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মহানগর বিএনপির কর্মসূচি চললেও চান্দগাঁও-বোয়ালখালী আসন থেকে বিজিত প্রার্থী মোঃ এরশাদ উল্লাহ’র নেতৃত্বে বহদ্দারহাট থেকে চান্দগাঁও এলাকায়, অপরদিকে কোতোয়ালী আসনের বিজিত প্রার্থী মোঃ শামসুল আলমের নেতৃত্বে কোতোয়ালী-বাকলিয়া এলাকায় দলীয় কর্মসূচি পালিত হয়ে আসছে। আলহাজ্ব মোঃ শামসুল আলমের সাথে রয়েছেন বাকলিয়া থানা বিএনপির সদস্য সচিব ডাঃ শাহাদাত হোসেন। এই দুই নেতা কোতোয়ালী আসন এলাকা দিন-রাত চষে বেড়াচ্ছেন। তাদের তৎপরতায় নাখোশ চট্টগ্রামের বিএনপির সিনিয়র নেতারা। ডাঃ শাহাদাত হোসেন এবং মোঃ শামসুল আলমের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায়, কেন্দ্রের নির্দেশে তারা দলীয় কর্মসূচি পালন করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন