টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আজ শুরু

মহিটলার নাকি তার দেশে ক্রিকেটকে নিষিদ্ধ করেছিল দীর্ঘ সময় ধরে খেলতে হয় বলে। ইংল্যাণ্ডে বুড়োরা নাকি সময় কাটানোর মাধ্যম হিসেবে বেছে নেয় ক্রিকেট ম্যাচকে। টেস্ট ক্রিকেটকে তো ঘুম পাড়ানি মাসি-পিসির গান হিসেবে অভিহিত করে অনেকেই। কিন' কালের পরিক্রমায় ক্রিকেটে পরিবর্তন এসেছে। টেস্ট ক্রিকেট থেকে ৬০ ওভারের ম্যাচ। তারপর ৫৫ ওভার এবং যা শেষ পর্যন্ত ৫০ ওভারে এসে ঠেকে। যাকে ওয়ানডে ক্রিকেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ৫০ ওভারের ম্যাচকে বিনোদনের মাধ্যম হিসেবে দেখে আসছিল ক্রিকেটপ্রেমীরা। সেই ওয়ানডে ক্রিকেটেও নানাসময় নানা পরিবর্তন এসেছে। লক্ষ্য ছিল একটাই ক্রিকেটকে বিনোদনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা। দীর্ঘ দিন ৫০ ওভারের ম্যাচ দেখতে দেখতে ক্রিকেটকে আরো কম দৈর্ঘ্যের করা যায় কিনা তা নিয়ে ভাবছিলেন বিশ্ব ক্রিকেটের কর্তা ব্যক্তিরা। শেষ পর্যন্ত বেরিয়ে এল একটি নতুন ধারণা। ক্রিকেটের ক্ষুদ্র পরিসর টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট। ক্রিকেটের এই ধারা প্রবর্তনের স্বল্প সময়ের মধ্যে বিশ্বকাপও হয়ে গেল একটি। আজ শুরু হচ্ছে আরো একটি। আজ ক্রিকেটের মক্কা খ্যাত ইংল্যাণ্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পর্দা ওঠবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসরের। আজ টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হল্যাণ্ড এবং স্বাগতিক ইংল্যাণ্ড। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় স্টার ক্রিকেট সরাসরি সম্প্রসার করবে এ ম্যাচ। নয়টি টেস্ট খেলুড়ে দেশের বাইরে এবারের টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে হল্যাণ্ড, আয়ারল্যাণ্ড এবং স্কটল্যাণ্ড। তবে টেস্ট ক্রিকেটের সাবেক সদস্য জিম্বাবুয়ে এবং ওয়ান ডে ক্রিকেটের নিয়মিত সদস্য কেনিয়া এবারের টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়নি। এই দুটি দল গত আসরে খেলেছিল। ১২ দল, ১৬ দিন এবং ২৭ ম্যাচের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২১ জুন লর্ডসেই। সেদিন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ১২ দলের এই টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। আর রানার্স আপ পাকিস্তান রয়েছে ‘বি’ গ্রুপে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ, আর বাংলাদেশের প্রথম ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে। এটি ভারতেরও প্রথম ম্যাচ। বর্তমান রানার্স আপ পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যাণ্ডের বিপক্ষে ৭ জুন। এবারের টুর্নামেন্টের ১২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল সুপার এইট পর্বে উন্নীত হবে। টুর্নামেন্টের মূল লড়াইটা জমবে আসলে সুপার এইট পর্বে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ পাকিস্তান ছাড়াও এবারের টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা সহ অন্যান্যরাও। আর নিজেদের কন্ডিশনে স্বাগতিক ইংল্যাণ্ডও ছেড়ে কথা বলবে না। দীর্ঘ দিনের বিশ্বকাপ স্বপ্নপূরণ করতে ইংল্যাণ্ড এবার দৃঢ়প্রতিজ্ঞ। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক না হলেও তাদের চোখ ও শিরোপার দিকে। ফলে টুর্নামেন্টের সুপার এইট পর্বটি যে জমজমাট হবে সেটা বলাই যায়। কারণ সেমিফাইনালে পৌঁছতে হলে সুপার এইট পর্বেই আসল লড়াইটা করতে হবে। ক্রিকেটের নতুন এবং স্বল্পতম সংস্করণ টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট এখন জনপ্রিয়তার তুঙ্গে। ক’দিন আগে দক্ষিণ আফ্রিকায় শেষ হয়েছে আইপিএল। আর বাংলাদেশের চট্টগ্রামে শেষ হয়েছে পিসিএল। বিশ্বব্যাপী টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগাতে আইসিসি দুই বছর পরপর বিশ্বকাপের আয়োজন করছে। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট তো আরো অনিশ্চয়তার খেলা। কারণ এ ধরনের ক্রিকেটে যে কোন দল যে কোন সময় হেরে বসতে পারে। আবার জিতেও যেতে পারে। আর সেই কারণেই টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে উত্তেজনাটা একটু বেশি। আর সে উত্তেজনার রসদ যোগাতে আজ থেকে মাঠে গড়াচ্ছে। টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৩টা সন্ধ্যা সাড়ে ছয়টা এবং রাত সাড়ে দশটায় শুরু হওয়া ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল স্টার ক্রিকেট এবং ইএসপিএন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন