‘আজ আমার একটিই উপলব্ধি-এদেশ ভালো মানুষের জন্য নয়’


সর্বনিম্ন দরদাতাকে কাজ দিয়ে সরকারের ১০০ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ।। কন্টেনার টার্মিনাল সংক্রান্ত অভিযোগের জবাবে সাবেক উপদেষ্টা মতিন ।। ‘আজ আমার একটিই উপলব্ধি-এদেশ ভালো মানুষের জন্য নয়’


চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল পরিচালনায় উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় নির্বাচিত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। এতে করে সরকারের বিগত তিন বছরে প্রায় ১০০ কোটি টাকার সাশ্রয় হয়েছে বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন। গতকাল চট্টগ্রামে এক মতবিনিময় সভায় সংবাদকর্মীদের সাথে তিনি এই কথা বলেন। তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে ওয়ান ইলেভেনের আগের অবস্থায় ফিরিয়ে নিতে এবং লুটপাটের রাজস্ব কায়েম করতে একটি স্বার্থান্বেষী চক্র উঠে পড়ে লেগেছে। এই চক্রটি বন্দরের সব অর্জন বানচাল করতে চাচ্ছে এবং এরাই আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে প্রভাবশালী এই উপদেষ্টার বিরুদ্ধে সম্প্রতি নানা অভিযোগ উত্থাপিত হয়। এর প্রেক্ষিতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিদায়ের পর এই প্রথম কোন উপদেষ্টা তার বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পর্কে সংবাদ সম্মেলন করলেন। উপদেষ্টা এম. এ. মতিন খুবই করুণ সুরে বলেন, আমার চাকরিজীবন এবং উপদেষ্টা থাকাকালীন সর্বত্রই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। কিন্তু জীবনের শেষ পর্যায়ে কেন জানি মনে হচ্ছে সব অর্জন হারাতে বসেছি। সার্বিক অবস্থার প্রেক্ষিতে আজ আমার একটিই উপলব্ধি- এদেশ ভালো মানুষের জন্য নয়। তিনি বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা, পিপিআর এর সকল নিয়মনীতি পুরোপুরি অনুসরণ করে উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে এছাক ব্রাদার্স। তারপরও টেন্ডারের মধ্যে কিছু ত্রুটি থাকায় পর পর দুবার টেন্ডার আহ্বান করা হয় যাতেও এছাক ব্রাদার্স নির্বাচিত হয়। এরপরই টেন্ডার কমিটি তাকে কার্যাদেশ প্রদান করে। সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত তাড়াহুড়ো করে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কন্টেনার হ্যান্ডলিংয়ের কার্যাদেশ প্রদান করা হয়েছে শীর্ষক অভিযোগের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, টেন্ডার শর্তাবলী অনুযায়ী দরদাতার যোগ্যতা, অভিজ্ঞতা মূল্যায়ন এবং রেসপনসিভ বা নন রেসপনসিভ করার দায়িত্ব মূলত এবং প্রধানত টেন্ডার কমিটির। টেন্ডার কমিটির মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণের পর তার কার্যাদেশ দেয়া হয়। তড়িঘড়ি করে ফাইল স্বাক্ষর করা প্রসঙ্গে তিনি বলেন, তড়িঘড়ি করে নয়, স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করেই পিপিআর এর সকল নিয়মনীতি মেনে, বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক কার্যাদেশ প্রদান করা হয়েছে। তিনি বলেন, বন্দরে বর্তমানে কর্মরত সাইফ পাওয়ার টেকেরও কোন অভিজ্ঞতা ছিল না। তাদের ফ্লিটে ছিল না কোন ভারি যন্ত্রপাতি। বন্দরের যন্ত্রপাতি ব্যবহার করে তারা কাজ চালিয়েছে। এছাক ব্রাদার্স অফডক পরিচালনাকারী শীর্ষস্থানীয় পুরনো প্রতিষ্ঠান। কার্যাদেশ প্রদানে তৎকালীন উপদেষ্টার প্রভাব খাটানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়। ৬ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হচ্ছে জেনেও একজন উপদেষ্টার কোন অযৌক্তিক সিদ্ধান্ত আদেশ মন্ত্রণালয়ের বা বন্দরের কোন কর্মকর্তা সজ্ঞানে সুবোধ বালকের মত তামিল করবেন ণ্ডতা কি সম্ভব? সাবেক এই উপদেষ্টা বন্দরের এইসব ঘটনা তদন্তে সংসদীয় কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা ডাকলে আমি অবশ্যই যাব, তারা তদন্তে করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দেশবাসীকে জানিয়ে দিক। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন বন্দর সংস্কারের নানা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সর্বক্ষেত্রে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

সাতকানিয়ায় গণপিটুনিতে পাঁচ গরু চোর নিহত ।। এলজি, গুলি ও চোরাই গরুর মাংস উদ্ধার

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় জনতার গণপিটুনিতে ৫ গরু চোর নিহত হয়েছে। ঘটনাস'লের পার্শ্ববর্তী বিল থেকে দুটি এল জি ও ৪ রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ৬টায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০মে শনিবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার জনৈক নুরুল আলমের দুটি ও আব্দুস ছবুরের একটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। ঘটনাস'ল থেকে দুই কিলোমিটার দূরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় গরুগুলো নিয়ে আসে। সংঘবদ্ধ চোরের দল গরু ৩টিকে রাস্তার পূর্ব পাশে জবাই করে নিয়ে যাওয়ার সময় হাঙ্গর খালে মাছ ধরতে আসা কালিয়াইশ ইউনিয়নের রিক্সা চালক বশির আহম্মদ দেখে ফেলে। এসময় চোরের দল বশিরকে তাড়া করলে সে কালিয়াইশের মাষ্টার হাটের দিকে চোর চোর চিৎকার করে পালিয়ে যায়। পরবর্তীতে কালিয়াইশ থেকে জনতার ধাওয়া খেয়ে চোরের দল ধর্মপুর ইউনিয়নের চাঁদরপাড়া এলাকায় পৌঁছলে স'ানীয় জনগণ ৫ চোরকে ধরে পশ্চিম ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে এসে গণপিটুনি দিলে ঘটনাস'লে ৫ গরু চোর নিহত হয়। নিহতরা হল বরিশালের রিপন (৩৫) প্রকাশ (বড় মিয়া), তার আপন সহোদর বশির আহমদ (৩২), কক্সবাজার চকরিয়া এলাকার সুমন (৩০), একই জেলার চকরিয়ার ছনখোলার জোবাইর (৩০), ও একই জেলার চকরিয়া খুরুলিয়া গ্রামের সৈয়দ আলম (৩০)। এদিকে গনপিটুনিতে মারা যাওয়ার আধ ঘন্টা পূর্বে গরু চোর চকরিয়ার সুমন এ প্রতিবেদককে জানায় গত দেড় মাস আগে থেকে আমরা এ কাজে নেমেছি। কক্সবাজার জেলার মাংস বিক্রেতা জলিল সওদাগরের কাছে জবাইকৃত গরুর মাংস আমরা বিক্রি করি। আমাদের মত আরো ৪/৫টি সংঘবদ্ধ গরু চোরের দল জলিল সওদাগরের রয়েছে। সে কক্সবাজার বাস টার্মিনাল ও বড় বাজারে মাংস বিক্রি করে। চোরাই মাংস নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত পিকআপ (চট্ট-মেট্রো-ট-১১-২৬২৭) সঙ্গীয় চোর কাইছার (৩০) ও ড্রাইভার জসিম উদ্দীন গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে সুমন জানায়। উল্লেখ্য গত ২ মাসে সাতকানিয়া খাগরিয়ার মৈশামুড়া, কালিয়াইশের হিন্দু পাড়া, কেঁওচিয়ার নয়া পাড়া, মাদার বাড়ী, তেমুহনী এলাকা থেকে সংঘবদ্ধ চোরের দল এ তিনটি গরু সহ ১৪টি গরু জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এব্যাপারে সাতকানিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এরা সংঘবদ্ধ চোরের দল। গত দেড় মাস আগে থেকেই সাতকানিয়ায় এ সংঘবদ্ধ চোরের দলই এরকম কান্ড ঘটাচ্ছে। এ ব্যাপারে হত্যা ও অস্ত্র আইনে সাতকানিয়া থানায় দুইটি পৃথক মামলা হয়েছে। ঘটনাস'লের পাশ থেকে দুটি এলজি, ৪ রাউন্ড কার্তুজের গুলি ও ৩টি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরায় শিবিরের রেডিও ট্রান্সমিশন সেন্টারের সন্ধান সরঞ্জামসহ দুই শিবির কর্মী আটক


সাতক্ষীরা জেলা শহরের শিবির নিয়ন্ত্রিত এক ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ একটি মিনি রেডিও ট্রান্সমিশন সেন্টারের সন্ধান পেয়েছে। শনিবার গভীর রাতে ওই রেডিও ট্রান্সমিশন সেন্টার থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার সময় হাতেনাতে কামরুল হাসান সুমন নামের এক ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় আরো একজনকে। খবর ইউএনবির। পুলিশ জানায়, শনিবার রাতে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের সামনে আলম ছাত্রাবাসে এই অভিযান চালানো হয়। এ সময় ওই ছাত্রাবাসের ১৪ নং কক্ষে একটি রেডিও ট্রান্সমিশন সেন্টারের সন্ধান পায় তারা। ওই ট্রান্সমিটার দিয়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে এফএম সম্প্রচার চালানো হতো। এ সময় ট্রান্সমিটারের যন্ত্রপাতি ছাড়াও বেশ কিছু জেহাদি বইপত্র, শিবিরের রাজনৈতিক প্রকাশনা ও সিডি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামরুল হাসান সুমন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় রেডিও ট্রান্সমিশন স্টেশনটি জেলা ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান চালিয়ে আসছে। পরে সুমনের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী শিবির নেতা জাহিদুল ইসলামকেও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে তথ্য পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশের ওয়্যারলেস যোগাযোগ ব্যবস'া বিগড়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়েই ধরা পড়ে এই অবৈধ এফএম রেডিও স্টেশনের কার্যক্রম। সিগন্যালের উৎস খুঁজে রাত ২টায় সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের সামনে আলম ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। পুলিশ সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র কামরুল হাসান সুমনকে (২২) প্রথমে গ্রেপ্তার করে। এ সময় এই ছাত্রাবাস থেকে একটি রেডিও ট্রান্সমিটার ছাড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বই, কম্পিউটার সরঞ্জাম, একটি কম্পিউটার মনিটর, একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সুমন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের ডা. এম. এ. সবুরের ছেলে। জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে সে শিবিরকর্মী এবং ছাত্রাবাসে থেকে পড়াশুনার করে। সে এক কিলোমিটারের মধ্যে গান শোনা যাবে- এ রকম যন্ত্র আবিষ্কারের চেষ্টা করছেন বলেও পুলিশকে জানায়। সাতক্ষীরা পুলিশ সুপার মনির-উজ-জামান জানান, গ্রেফতারকৃত কামরুল হাসান সুমন জঙ্গি কানেকশনে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ এসব তথ্য খতিয়ে দেখছে। তিনি বলেন, গত কয়েক মাস ধরে সুমন জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে তা তার নেতাদেরকে সাপ্লাই দিয়ে থাকে। সে যে এলাকায় রেডিও সেন্টারটি স'াপন করেছে সে এলাকায় ওয়ারলেস এবং মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। ওই রেডিও সেন্টারটি বেশ শক্তিশালী। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছে।


দশ ট্রাক অস্ত্র মামলা ।। লিয়াকত ও শাহাবুদ্দিনকে আবারো রিমান্ডে নেয়া হচ্ছে

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার গ্রেপ্তারকৃত আসামি এনএসআই এর সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনের চারদিনের রিমাণ্ড শেষ হয়েছে গতকাল রোববার। আজ সোমবার তাকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হবে বলে জানা গেছে। এদিকে এই মামলার আলোচিত আসামি এনএসআই এর পরিচালক (নিরাপত্তা) মোহাম্মদ শাহাবুদ্দিন আহাম্মদকে আবারও রিমান্ডে নেয়া হচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় ১০ দিনের রিমাণ্ড আবেদন আদালতে জমা দিয়েছেন সিআইডির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী। আগামী ৩ জুন রিমাণ্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত: এর আগে শাহাবুদ্দিন আহমদকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি পুলিশ। ঢাকায় টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালতে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম কারাগারে আটক অপর আসামি মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আজ সোমবার অথবা কাল মঙ্গলবার দু’দিনের যে কোনদিন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকায় তাকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে। রেজ্জাকুলকে ৬ দিনের রিমাণ্ডে রেখে এই জিজ্ঞাসাবাদ করা হবে। আদালত সূত্র ও সিআইডি থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ৪দিনের রিমাণ্ডে মেজর লিয়াকত হোসেনও অস্ত্রের সাথে নিজের সম্পৃক্ততা এড়িয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের ওপর দোষ চাপিয়েছেন। একইভাবে শাহাবুদ্দিন ও দোষ চাপিয়ে ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর। এর সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারকে। প্রসঙ্গত: মেজর লিয়াকতকেও ঢাকায় টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে সিআইডি সূত্র জানায়, রিমাণ্ডে শাহাবুদ্দিন যে ধরনের বক্তব্য দিয়েছিলেন একই বক্তব্য লিয়াকত ও দিয়েছেন। একারণে শাহাবুদ্দিনের তৃতীয় দফায় রিমাণ্ড চাওয়া হয়েছে। এবার দু’জনকে মুখোমুখি করে উভয়ের বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত: গত মঙ্গলবার ঢাকার ধানমন্ডির বাসা থেকে লিয়াকতকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার তাকে চারদিনের রিমাণ্ডে নেয়া হয়।

ইভটিজিং-এর ঘটনা অভিযুক্ত ছাত্রকে গ্রেফতারে র‌্যাব-পুলিশকে চবি কর্তৃপক্ষের অনুরোধ

ইভটিজিং-এর প্রতিবাদ করায় মাস্টার্সের এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত জুনিয়র ওই শিক্ষার্থীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব ও পুলিশকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করেছে মেয়েটি। পাশাপাশি ওই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক এ সাংস্কৃতিক সংগঠন। গত শনিবার সন্ধ্যার পর পর বেগম খালেদা জিয়া হল থেকে প্রীতিলতা হলে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান মারজানকে টিজ (উত্ত্যক্ত) করে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু (বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর প্রকৃত নাম শামসুল ইসলাম রাজু)। এর প্রতিবাদ করলে তা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজু ওই মেয়েটির ওপর চড়াও হয়। তাকে পিটিয়ে আহত করে। উপস্থিত অন্যান্য শিক্ষার্থী পরে তাকে উদ্ধার করে। গতকাল রোববার ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি দরখাস্তে স্বাক্ষর করে তা কর্তৃপক্ষের কাছে পেশ করেছে। জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ক্যাম্পাসে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড কখনোই বরদাশত করা হবে না। একই ব্যাপারে সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দারের সাথে গতকাল রাত ৯ টায় যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্ত ছাত্রটির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের র্যাবব ও পুলিশকে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওই ব্যাপারে জানতে চাইলে গতকাল রাত সাড়ে নয়টার দিকে হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, রাজুকে দায়ি করে কিছুক্ষণ আগে মেয়েটি হাটহাজারী থানায় এজাহার দায়ের করেছে।অন্যদিকে, মাস্টার্সের ওই ছাত্রীর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ছাত্র রাজুর বিচার চেয়ে সভা সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সাংস্কৃতিক ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

রাজনৈতিক বিবেচনায় মামলা ।। হাসিনার মামলা প্রত্যাহারে সুপারিশ : খালেদার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদনের সময় শেষ হয়েছে রোববার। সারাদেশে ১৬ হাজার ৭শ’ ২৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু মাত্র ঢাকায় আবেদন জমা হয়েছে ২ হাজার ৭শ’ ৮১টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করেছে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন কমিটি। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে দায়ের করা মামলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিটি। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু একথা জানিয়েছেন। খবর ফোকাস বাংলার।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ৬৬৭টি মামলা দায়ের করা হয়। এগুলোসহ বিএনপি জোট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে ২২ ফেব্রুয়ারি প্রত্যেক জেলায় ও মন্ত্রণালয় পর্যায়ে কমিটি গঠন করে সরকার। এ সুবিধা পেতে দু’নেত্রীসহ শীর্ষ রাজনৈতিক নেতারা আবেদন করেছেন। ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সে মামলাগুলোর কাগজপত্র আমি দেখেছি। সেগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে ও হয়রানি করার জন্য করা হয়েছে। তাতে সুপারিশ করেছি প্রত্যাহার করার জন্য। তবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মামলার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, আমি শুনেছি মামলাগুলো এখানে এসেছে। আমার এখানে এলে অবশ্যই সেগুলো দেখব।

পিন্টুকে গ্রেপ্তার না করতে রিট ।। সাঈদ ইস্কান্দারকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ

বিএনপি নেতা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারকে তিন মাসের জন্য দেশের বাইরে যেতে ও ফিরে আসতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চ সাঈদ ইস্কান্দারের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।
রিটের শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, সাঈদ ইস্কান্দারকে এর আগে বিদেশ যাওয়ার সময় বাধা দেওয়া হয়েছে। আবারও বিদেশ যেতে চাইলে তাকে বাধা দেওয়া হবে। তাই আদালতের আদেশ প্রয়োজন।এছাড়া হাইকোর্টের একই বেঞ্চ সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। আলতাফ হোসেনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তার পক্ষেও শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকার পক্ষে আবেদন দুটির বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার খুরশিদ আলম সরকার।অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চে রোববার বিএনপির সাবেক সাংসদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য সরকারের প্রতি নির্দেশ চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে পিন্টুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বিদ্রোহী বিডিআর সদস্যদের পালাতে সহায়তা করেছেন বলে তাতে উল্লেখ করা হয়েছে। তাই এ মামলায় তাকে গ্রেপ্তার বা হয়রানি করা হতে পারে। আজ সোমবার এ রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদ আলম সরকার।

৪ জুন চট্টগ্রাম ক্লাবে আদিত্য ও আসমার মিউজিক্যাল নাইট

চিটাগাং ক্লাবের মেগা মিউজিক্যাল নাইট আগামী বৃহস্পতিবার। ভারতের জি টিভির সা-রে-গা-মা-পা’র এই সময়কার জনপ্রিয় সংগীত তারকা আদিত্য এবং আসমা এতে সংগীত পরিবেশন করবেন। আগামী ৪ জুন বৃহস্পতিবার রাত আটটায় চিটাগাং ক্লাবের টেনিস গ্রাউন্ডে জমকালো এই আসর বসছে। এতে চিটাগাং ক্লাবের সদস্য তাদের পরিবার এবং অতিথিরা সংগীত উপভোগ করার সুযোগ পাবেন। আদিত্য এবং আসমার সংগীতানুষ্ঠানকে ঘিরে ক্লাবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

পাহাড়তলী আবদুপাড়া পাঁচদিন ধরে বিদ্যুৎবিহীন

গত পাঁচদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন পাহাড়তলীর সরাইপাড়া এলাকার আবদুপাড়াবাসী। এ ব্যাপারে স্থানীয় পিডিবি অফিসে ফোন করেও কোন সমাধান পাচ্ছে না এলাকাবাসী। গতকাল এলাকার বেশ কয়েকজন অধিবাসী দৈনিক আজাদী অফিসে ফোন করে এই ক্ষোভের কথা জানান। তারা জানান, গতমাসেও একবার এরকম পরিসি'তির সম্মুখীন হয় আবদুপাড়াবাসী। সেবার সবাই মিলে প্রায় পঁচিশ হাজার টাকা তুলে পিডিবি অফিসে জমা দিয়ে সমস্যার সমাধান পায় এলাকাবাসী। এবারও স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ একই ধরনের টালবাহানা করছে বলে অভিযোগ করেন ওই এলাকার একাধিক বাসিন্দা।

অর্থ ফেরত দেয়া প্রশ্নে কয়েক মিনিটের মধ্যে মত পাল্টালেন আব্দুস শহীদ

কয়েক মিনিট যেতে না যেতেই মত পাল্টালেন চিফ হুইপ আব্দুস শহীদ। ব্যাংককে চিকিৎসার জন্য এমপি ক্লাব থেকে নেওয়া টাকা ফেরত দিতে রাজি হওয়ার কিছু সময় পরেই একে প্রাপ্য সুবিধা আখ্যা দিয়ে মত বদল করেন এ সাংসদ।তার কথিত অর্থ ‘আত্মসাতের’ বিষয়টি সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পরিপ্রেক্ষিতে আব্দুস শহীদ তার কার্যালয়ে গতকাল রোববার এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, ২০০১-২০০৬ সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংককে হৃদযন্ত্রের চিকিৎসার জন্য যে এক লাখ টাকা নিয়েছিলেন তা তিনি প্রয়োজনে ফেরত দেবেন। খবর বিডিনিউজের।
বিতর্ক থেকে বেরিয়ে আসার জন্য তিনি অর্থ ফেরত দেবেন কিনা, এই প্রশ্নের জবাবে শহীদ বলেন, প্রয়োজনে আমি অবশ্যই টাকা ফেরত দেবো।কিন্তু কয়েক মিনিটের মধ্যে চিফ হুইপ দৃশ্যত তার মত পাল্টে ফেলেন।সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই তিনি বিডিনিউজকে এক প্রশ্নের জবাবে বলেন, না, আমি টাকা ফেরত দেবো না। আর কেনই বা আমি টাকা ফেরত দেবো? আমার প্রাপ্ত সুবিধাগুলোর মধ্যে এটি একটি। টাকা ফেরত দেওয়ার কথা ছিল কথার কথা মাত্র, বলেন তিনি।অনেক সংসদ সদস্যই ক্লাবের কল্যাণ তহবিল থেকে অর্থ নিয়েছেন বলে জানিয়ে চিফ হুইপ শহীদ বলেন, আমি তহবিলের জন্য আবেদন করেছিলাম। আর ক্লাব কমিটি তা মঞ্জুর করেছে।আগের সংসদের চিফ হুইপ পদাধিকার বলে ক্লাবের সভাপতি খোন্দকার দেলোয়ার হোসেন চিকিৎসার জন্য ১৮ লাখ টাকা নিয়েছেন। এছাড়া ক্লাবের সম্পাদক বিএনপি হুইপ ওয়াহিদুল আলম নিয়েছেন ৪ লাখ টাকা। দুজনেই হৃদযন্ত্রের চিকিৎসায় এই অর্থ নিয়েছেন।সাবেক স্পিকার বিএনপি নেতা জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে নিয়োজিত একটি সংসদীয় প্যানেল গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে যে, শহীদও ক্লাব থেকে টাকা নিয়েছেন।প্যানেল জানায়, ক্লাবের পুরো আয় ৬৪ লাখেরও বেশি টাকা বিদায়ী কমিটি খরচ করে ফেলেছে।

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে চায় দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে র্যাং কিংয়ের শীর্ষস্থান দখলের পর আমাদের লক্ষ্য টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপাণ্ড কোনোরকম রাখঢাক না করে এভাবেই নিজেদের অবস্থান তুলে ধরেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ। ১২ মাস ধরে দারুণ ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে র্যাং কিংয়ের শীর্ষস্থান দখলের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করে প্রোটিয়াসরা। ২১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি-২০০৯ টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেই শিরোপা ঘরে তোলার স্বপ্নের কথা জানিয়ে জোহানেসবার্গে আয়োজিত সংবাদ সম্মেলনে স্মিথ বলেছেন, আমরা ১২ মাস ধরে দারুণ ক্রিকেট খেলছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছি। ঘরে-বাইরে দু’জায়গায় অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে রিলায়েন্স মোবাইল আইসিসি ওয়ার্ল্ড র্যাং কিংয়ের শীর্ষস্থান দখল করেছি। আমাদের টার্গেট এখন আইসিসি’র দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টণ্ড আইসিসি টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলোয়াড়রা সবাই ফর্মে রয়েছেন। এবার আমরা টি-২০ শিরোপা জয় করতেই চাই। কাপ্তান স্মিথের মতো প্রোটিয়াস কোচ মাইক আর্থারও টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।

রোনালদোর মাথায় এখন পর্তুগাল

কোথায় যাবেন শেষ পর্যন্ত ছোট রোনালদো? কেউ জানেন না। সম্ভবত তিনি নিজেও না। তবে এটুকু জানেন, ফুটবল-জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে এই সিদ্ধান্ত নেওয়াটা হয়ত খেলার থেকেও কঠিন। তাই, এখন আর ক্লাব ফুটবল নিয়ে ভাবছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে বলেছেন, ‘এখন শুধু জাতীয় দল নিয়ে ভাবছি। ভাবছি, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলো নিয়ে। এখন ক্লাব নিয়ে কথা বলতে চাই না। আপাতত বিশ্রাম নিতে চাই। আমি অত্যন্ত ক্লান্ত। তাই, এখন ছুটি কাটাব। সারা বছর প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। প্রচুর চাপ নিতে হয়েছে। আর ভবিষ্যৎ? দেখা যাক কী হয়।!’ কিন্তু, তিনি আদৌ ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠেছে। কোচ অ্যালেক্স ফার্গুসনের সমালোচনা করেই বলেছেন, ‘এমনিতে আমরা তো ভাল খেলতে পারিনি। তার ওপর আমাদের ট্যাকটি ‘ও একেবারেই ভাল ছিল না। সবকিছুতেই ভুল হয়েছে।’ কোচের এ রকম খুল্লামখুল্লা সমালোচনার পর ম্যানচেস্টার সমর্থকেরা ধরেই নিয়েছেন, ক্রিশ্চিয়ানো আর তাঁদের ক্লাবে খেলবেন না।