মহিলা বাস সার্ভিস, মহিলা ও শিশুদের জন্য বাস সার্ভিস, নিরাপদ যাত্রীসেবা নামক সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পর এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালু করতে যাচ্ছে নিরাপদ যাত্রীসেবা কাউন্টার সার্ভিস। আজ থেকে নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালের সামনে থেকে এই সার্ভিস শুরু হবে। চান্দগাঁও পুরাতন থানার সামনে থেকে কাঠগড় পর্যন্ত ১০ নম্বর রুটে এই বাস চলাচল করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানায়, নিরাপদ যাত্রীসেবা কাউন্টার সার্ভিস নাম ধারণ করেই বাসগুলো পুনরায় চলাচল শুরু করবে। এজন্য পুরনো বাসসহ নতুন বাসসমূহকে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এস এম ইকবাল হোসেন গতকাল দৈনিক আজাদীকে বলেন, ১০ নম্বর রুট দিয়েই এই বাস চলাচল শুরু করবে, এজন্য উক্ত রুটে ২৮টি কাউন্টার নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই সার্ভিসের তদারকি কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হাসনাত গতকাল দৈনিক আজাদীকে বলেন, চান্দগাঁও থানার সামনে থেকে কাটগড় পর্যন্ত মোট ভাড়া ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ভাড়া সরকার নির্ধারিত দামেই ধার্য করা হয়েছে, এজন্য ২৫৪ ধরনের টিকেট ছাপানো হয়েছে। তিনি বলেন, টিকেটে তিনটি অংশ থাকবে। একটি যাত্রীর কাছে, একটি কাউন্টারে, একটি হেলপারের কাছে। যাতে ভাড়ার টাকা সমন্বয় করা যায়। জানা যায়, আদায়কৃত মোট ভাড়ার ৪০ শতাংশ পাবেন পরিচালনাকারী প্রতিষ্ঠান, ৬০ শতাংশ পাবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মোট ১৫টি গাড়ি এই সার্ভিসে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচল করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানায়, ১০ নম্বর রুটের ২৮টি স'ানে যাত্রী নামানো হবে। যাওয়ার সময় ১৪টি এবং আসার সময় ১৪টি কাউন্টারে বাসসমূহ থামবে। নিরাপদ যাত্রীসেবা কাউন্টার সার্ভিস চালু করার আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডাক ঢোল পিটিয়ে ২০০৭ সালে চালু করেছিল মহিলা বাস সার্ভিস। কিছুদিন চলার পর ভাড়া বেশি হওয়ায় তা বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর একই সার্ভিসকে সংকুচিত করে চালু করা হয় মহিলা ও শিশুদের জন্য নিরাপদ বাস সার্ভিস। এরপর নিরাপদ যাত্রী সেবা দিয়ে চলাচল শুরু করার কিছুদিন পর তাও বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই বছর বিরতির পর আজ শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে নিরাপদ যাত্রীসেবা কাউন্টার সার্ভিস।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন