অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ৩ মাসের মধ্যে সংশোধন হচ্ছে

ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধন হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এটি সংসদে পাশ করা হবে এবং ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি করা হবে এই আইনের আওতায় ভূমি সংক্রান্ত সকল দাবী। ১৯৬৫ সাল থেকে ২০০৬ পর্যন্ত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের মারপ্যাচে পড়ে ১২ লাখ হিন্দু পরিবার ২৬ লাখ একর ভূমি হারিয়েছে। এই তথ্য দিয়েছেন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ এর বাস্তবায়ন শীর্ষক সেমিনারণ্ডএ মূল প্রবন্ধের উপস্থাপক অধ্যাপক আবুল বারকাত। এসোসিয়েশেন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট ণ্ডএএলআরডি এবং নিজেরা করির উদ্যোগে গতকাল এই সেমিনারে ছিলেন ভূমি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোকাম্মেল হক। তিনি জানান, এই সমস্যা সমাধানের সর্বশেষ উদ্যোগের কথা। সেমিনারে উন্মোচন করা হয় অধ্যাপক আবুল বারকাত ও তার হগবেষকদের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা : অর্পিত সম্পত্তির সাথে বসবাস গ্রন'। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন