কক্সবাজারে আ.লীগের নামে সদর সাব রেজিস্টার অফিস দখল

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন সদর সাব রেজিস্টার অফিস দখল করে সেখানে শহর আওয়ামীলীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত বৃস্পতিবার সন্ধ্যা ৭টায় ২৫/৩০ জনের একদল লোক লাঠিসোটা নিয়ে হাজির হয়ে অফিস দখল করে সেখানে মিষ্টি বিতরণও করে। এসময় সেখানে আগে থেকে অবস্থানকারী কয়েকজন দলিল লেখককেও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজার সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের মাসুদ আজাদীকে জানান, তিনিসহ কয়েকজন দলিল লেখক গত বৃহস্পতিবার সন্ধ্যায় পেশাগত কাজে সদর সাব রেজিস্টার অফিসে ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে অতর্কিতভাবে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম গুন্দুর নেতৃত্বে ২৫/৩০ জন লোক লাঠিসোটা নিয়ে হাজির হয়ে রেকর্ডরুমের দলিল ও ফাইল তছনছ করে বাইরে ছুঁড়ে ফেলে দেয় । এসময় কয়েকজন দলিল লেখককেও মারধর করা হয়। তিনি দাবী করেন, আওয়ামীলীগ নেতা নামধারীরা এসময় সহস্রাধিক দলিল নষ্ঠ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দলিল লেখক সহকারী সমিতির নেতা মোর্শেদুল আলম আজাদীকে বলেন, আমি আওয়ামীলীগ নামধারী সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছি। আমি আওয়ামী পরিবারের লোক হওয়ার পরও তারা আমার উপর হাত তুলতে দ্বিধা করেনি। ঘটনার ব্যাপারে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম গুন্দুর বক্তব্য জানতে চাইলে তিনি আজাদীকে বলেন, সরকারের পরিত্যক্ত ভবন হিসাবে আওয়ামীলীগ অফিস করার জন্য আমরা সরকারের কাছে এই ভবনটি বরাদ্দ চেয়েছি এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর অনুমতি নিয়ে তা দখল করে নিয়েছি। এব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গাজী শওকত আলীর বক্তব্য জানতে চাইলে তিনি আজাদীকে বলেন, আমি ভবন দখলের জন্য তাদেরকে কোন অনুমতি দেইনি। আমি বলেছি বরাদ্দ নিতে হলে মন্ত্রী পরিষদের অনুমোদন নিতে হবে। আপনারা সেখানে চেষ্টা করুন। তাছাড়া উক্ত ভবনটির মালিক রেজিস্টার অফিস, গণপূর্ত বিভাগ নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন