মাঠে গড়াল টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট

কদিন আগে শেষ হওয়া আইপিএলের জমকালো সমাপনী অনুষ্ঠান উপভোগ করেছিল সারা বিশ্ব। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল নজর কাড়া। কিন' ইংল্যান্ডের মাটিতে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। অথচ জমকালো কোন উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচি ছিল না। সাদামাটা যেটুকু ছিল তাও পন্ড করে দিয়েছে বেরসিক বৃষ্টি। উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচি বলতে যা ছিল সে ইংলিশ গায়িকা এ্যালিশা ডিক্সনও গান গাইতে পারেনি। ১২টি দলের অধিনায়কেরও মাঠে নামা হয়নি। সাদা-মাটা উদ্বোধনী অনুষ্ঠানটা বৃষ্টির কারণে ভেস্তে গেলেও ম্যাচটা যথাসময়ে শুরু হতে পেরেছে। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পর্দা উঠেছে টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। আগামী ২১ জুন এ মাঠে টুর্নামেন্টের পর্দা নামবে। টসে হেরে ব্যাটিং এ আমন্ত্রিত ইংল্যান্ডের শুরুটা ছিল অসাধারণ। একদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়া ইংল্যান্ডের উদ্বোধনী জুটি গতকালও দারুণভাবে শুরু করে। রবি বোপারা এবং লুক রাইট ইংল্যান্ডকে উড়ন্ত সূচনাই এনে দেয়। মাত্র ১১.২ ওভারে দলকে ১০২ রানে পৌঁছে দিয়ে বিচ্ছিন্ন হয় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। নিজের হাফ সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকতে রায়ানের বলে পিটারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন বোপারা। উদ্বোধনী জুটি ভাঙার পর অবশ্য ইংলিশরা দ্রুত আরো দুটি উইকেট হারায়। তবে অপর ওপেনার রাইট রীতিমত ঝড় তুলেছিলেন ব্যাট হাতে। চমৎকার উদ্বোধনী জুটির পর অবশ্য মিডল অর্ডারের ব্যাটসম্যানরা তা কাজে লাগাতে পারেনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানেই থামতে হয় ইংল্যান্ডকে। আর এই ১৬২ রান তুলতে সবচাইতে বড় ভূমিকাটা পালন করেছেন ওপেনার লুক রাইট। ৪৯ বলে ৮টি চারের সাহায্যে ৭১ রান করে রায়ানের বলে বোরেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। শেষ দিকে অধিনায়ক কলিংউডের ১০ বলে ১১ এবং রবার্ট কী এর ৮ বলে ১০ রানের বদৌলতে ১৬২ রান জড়ো করতে সক্ষম হয় ইংল্যান্ড। হল্যান্ডের বোলারদের মধ্যে স্পট লাইটটা নানেসকে ঘিরে থাকলেও সফল হতে পারেননি তিনি। চার ওভার বল করে ৩০ রান দিলেও কোন উইকেট পাননি আইপিএল মাতানো নানেস। ৩৫ রানে ২ উইকেট নিয়ে হল্যান্ডের সফল বোলার রায়ান। ১৬৩ রানের টার্গেট। সে টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কারভিজিকে ফিরিয়ে দেন এন্ডারসন। দ্বিতীয় উইকেটে রেকারস এবং জুইডারেন্ট মিলে ২১ রান যোগ করতে সক্ষম হয়। তৃতীয় উইকেটে জুইডারেন্ট এবং গ্রুথ মিলে ভালই এগিয়ে যাচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত হল্যান্ড ৮ ওভারে ৬২ রান সংগ্রহ করে ২ উইকেট হারিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন