পদত্যাগপত্র দেওয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। পদত্যাগের গুঞ্জনের বিষয়ে গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যা এক্সিস্ট (অস্তিত্ব) করে না। তা বাস্তবায়িত হবে কীভাবে? তানজিম জানান, ছুটি মঞ্জুর হলেও সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ায় আপাতত তিনি ছুটিতে যাচ্ছেন না। কয়েকদিন পর গতকাল নিজের কার্যালয়ে গেলেন তানজিম। বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এর পরপরই প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোজাক্কের আলীকে কিছু ফাইল-পত্র নিয়ে তানজিম আহমেদের কক্ষে ঢুকতে দেখা যায়। এরপর তার কক্ষে ঢোকেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার। খবর বিডিনিউজের। দুপুর সাড়ে ১২টার দিকে তানজিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তানজিম বলেন, অসুস'তার কারণে কয়েকদিন অফিস করতে পারিনি। এখন কিছুটা সুস' বোধ করায় অফিসে এসেছি। পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তানজিম বলেন, পদত্যাগের বিষয়ে আমি কিছু জানি না। এ ধরনের খবর প্রকাশে আমি হতাশ হয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার জানান, প্রতিমন্ত্রী ৬ থেকে ২৩ জুন পর্যন্ত ছুটিতে যাচ্ছেন। এ বিষয়ে তানজিম বলেন, ছুটি মঞ্জুর হয়েছে। তবে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। মন্ত্রণালয়েও কাজ আছে। তাই এখন ছুটিতে যাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বিরোধ নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, উনাকে আমি শ্রদ্ধা করি। আমাদের কোনো বিরোধ নেই। এটা আমি উপলব্ধি করি। মন্ত্রণালয়ে কেউ অসহযোগিতা করছে কিনা- প্রশ্ন করা হলে তানজিম বলেন, না এ ধরনের কোনো ঘটনা নেই। তবে সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা আসতে পারে। তা কাটিয়ে উঠতে হবে। আমরা দিন বদলের জন্য কাজ করছি। পরিবর্তন আনতে চাইলে নিজেদের পরিবর্তিত করতে হবে। ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে বিরোধ ছিল বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। তবে তানজিম বলেন, বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড এ সরকারের সময়ে ঘটেনি, ঘটবেও না। কোনো অনিয়ম হলে আমরা তদন্ত করে দেখব। গত রোববার থেকে তানজিম অফিসে অনুপস্থিত ছিলেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও তিনি যাননি। এরপর থেকেই তার পদত্যাগের গুঞ্জন শুরু হয়। বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান। এরপর রাতে তানজিমের নির্বাচনী এলাকা কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার থেকে প্রতিমন্ত্রী নিয়মিত অফিস করবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন