হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নের হাধুরখীল গ্রামের পূর্ব শরীফ বাড়ির জনৈক মোঃ ইউসুফ শরীফের রান্না ঘরের নলকূপে গ্যাস উঠছে। দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে তাতে আগুন জ্বলে উঠে। এই ঘটনা দেখার জন্য অসংখ্য উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছে। গতকাল বৃহস্পতিবার ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। মোঃ ইউসুফ শরীফের পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে ওই বাড়ির রান্না ঘরে পানীয় জলের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়। স্থাপনের পর থেকে ওই পরিবারের লোকজন নলকূপটি ব্যবহার করে আসছে। মাস দুয়েক আগে মোঃ ইউসুফ শরীফের মেয়ে নাসরিন আকতার শরীফ রাত্রে নলকূপটি থেকে পানি তুলতে যায়। ঘরে বিদ্যুৎ না থাকায় নাসরিন নলকূপের মাথায় জ্বলন্ত মোমবাতি রেখে নলকূপে চাপ দিলেই হঠাৎ ধপ করে আগুন জ্বলে উঠে। জানা যায়, চার পাঁচ মাস আগ থেকেই নলকূপটি দিয়ে খুব কম পানি উঠতে থাকে। ওই ঘটনার পর থেকে পরিবারটি পার্শ্ববর্তী ঘর থেকে পানি ব্যবহার করতে থাকে। গত ৬/৭ দিন পূর্বে পুনরায় নলকূপটিতে পানি উঠানোর জন্য চাপ দিলে গ্যাসের গন্ধ পাওয়া যায়। পরে তারা দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে নলকূপের মাথায় নিলে আগুন জ্বলে উঠে। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক লোকজন ঘটনা দেখতে ছুটে আসে। গত বুধবার (৩ জুন) ২নং ধলই ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ ওই বাড়িতে গিয়ে ঘটনা পর্যবেক্ষণ করেন। নলকূপটিতে আগুন জ্বালিয়ে দিলে এক-দেড় মিনিট পর্যন্ত আগুন স'ায়ী হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল খালেক বিষয়টি অনুসন্ধানের জন্য পেট্রো বাংলার ব্যবস্থাপককে জানাবেন বলে জানান।
হাধুরখীলে নলকূপ দিয়ে গ্যাস উঠছে
হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নের হাধুরখীল গ্রামের পূর্ব শরীফ বাড়ির জনৈক মোঃ ইউসুফ শরীফের রান্না ঘরের নলকূপে গ্যাস উঠছে। দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে তাতে আগুন জ্বলে উঠে। এই ঘটনা দেখার জন্য অসংখ্য উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছে। গতকাল বৃহস্পতিবার ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। মোঃ ইউসুফ শরীফের পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে ওই বাড়ির রান্না ঘরে পানীয় জলের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়। স্থাপনের পর থেকে ওই পরিবারের লোকজন নলকূপটি ব্যবহার করে আসছে। মাস দুয়েক আগে মোঃ ইউসুফ শরীফের মেয়ে নাসরিন আকতার শরীফ রাত্রে নলকূপটি থেকে পানি তুলতে যায়। ঘরে বিদ্যুৎ না থাকায় নাসরিন নলকূপের মাথায় জ্বলন্ত মোমবাতি রেখে নলকূপে চাপ দিলেই হঠাৎ ধপ করে আগুন জ্বলে উঠে। জানা যায়, চার পাঁচ মাস আগ থেকেই নলকূপটি দিয়ে খুব কম পানি উঠতে থাকে। ওই ঘটনার পর থেকে পরিবারটি পার্শ্ববর্তী ঘর থেকে পানি ব্যবহার করতে থাকে। গত ৬/৭ দিন পূর্বে পুনরায় নলকূপটিতে পানি উঠানোর জন্য চাপ দিলে গ্যাসের গন্ধ পাওয়া যায়। পরে তারা দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে নলকূপের মাথায় নিলে আগুন জ্বলে উঠে। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক লোকজন ঘটনা দেখতে ছুটে আসে। গত বুধবার (৩ জুন) ২নং ধলই ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ ওই বাড়িতে গিয়ে ঘটনা পর্যবেক্ষণ করেন। নলকূপটিতে আগুন জ্বালিয়ে দিলে এক-দেড় মিনিট পর্যন্ত আগুন স'ায়ী হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল খালেক বিষয়টি অনুসন্ধানের জন্য পেট্রো বাংলার ব্যবস্থাপককে জানাবেন বলে জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন