সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জোট সরকার তারেকের ১২ কোটি টাকার সুদ মওকুফ করে

বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার ছয় দিনের মাথায় ২০০১ সালের ১৬ অক্টোবর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মালিকানাধীন ড্যান্ডি ডাইংয়ের নামে ১২ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ১১৯ টাকা সুদ মওকুফ করা হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সাংসদ মহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা জানান। খবর এনএনবির। ড্যান্ডি ডাইংয়ের নামে বর্তমানে ৪০ কোটি ৬৪ লাখ টাকা ব্যাংক ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের চলতি বছরের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) গত মার্চ মাসে পাওয়া তথ্য থেকে একথা জানা গেছে।জানা গেছে, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার সময় ড্যান্ডি ডাইংয়ের নামে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে ৩৬ কোটি টাকা খেলাপী ঋণ ছিল। ক্ষমতায় আসার ছয় দিনের মাথায় ১ কোটি ৮৩ লাখ টাকা এককালীন জমা দিয়ে তারা ১২ কোটি টাকা সুদ মওকুফ করিয়ে নেন। একই সঙ্গে ২০০৮ সাল পর্যন্ত তারা ঋণের টাকা পরিশোধের মেয়াদ বাড়িয়ে নেন। জানা যায়, ১৯৯০ সালে ড্যান্ডি ডাইংয়ের নামে প্রথমে সোনালী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। পরবর্তীতে চলতি মূলধন হিসেবে ঋণ নেওয়া হতে থাকে। ওই সময় তাদের খেলাপী ঋণের মধ্যে সাড়ে ১৫ কোটি টাকা ছিল মূল ঋণ। আর বাকিটা সুদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন