পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকার একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুকের ইসলামাবাদ সফরকালে এ হামলার ঘটনা ঘটল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সোয়াত উপত্যকার কাছে আপার দির জেলার শীর্ষ কর্মকর্তা আতিফ-উর-রহমান রয়টার্সকে বলেছেন, “নিহতের সংখ্যা ৪০। কতজন আহত হয়েছেন তা এখনো জানি না।” ইসলামাবাদের ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমে হায়াগাই গ্রামের অধিবাসী উমর রেহমান বলেছেন, “৩০ টি মৃতদেহ সনাক্ত করা হয়েছে। তিনি জানান, মসজিদে লোকজনের ছিন্নবিচ্ছিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। দেহের বিচ্ছিন্ন অংশগুলো যারা সনাক্ত হয়েছে তাদের নাকি অন্যদের তা বলতে পারছেন না বলে জানান রেহমান। খবর বিডি নিউজের। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, এ ধরনের ঘটনা সরকারকে সন্ত্রাস নির্মূল করার প্রচেষ্টা থেকে নিবৃত্ত করতে পারবে না। শুক্রবার সকালের দিকে পুলিশ ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিণ্ডি থেকে কয়েকজন আত্মঘাতী বোমাহামলাকারীকে গ্রেপ্তার করে। হলব্রুক এসময় পাকিস্তানের নেতাদের সঙ্গে সোয়াত উপত্যকা থেকে তালেবান নির্মূলে আরো কী করণীয় তা নিয়ে আলোচনা করছিলেন। বৈঠকে গিলানি যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি হার্ডঅয়্যার সরবরাহে সহায়তা করা উচিত বলে হলব্রুককে জানিয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেছেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী জ্যাকেটসহ কয়েকজন বোমা হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংখ্যা কত তা জানাতে পারেননি রেহমান। তবে দ্য নিউজ ডেইলি এদের সংখ্যা ৪ জন বলে জানিয়েছে। বৃহস্পতিবার হলব্রুক মারদান জেলায় শরণার্থী শিবির পরিদর্শনের কয়েকঘন্টা পর তালেবান জঙ্গিরা ৫ পুলিশ ও এক সেনাকে হত্যা করে। সেনাবাহিনী জানিয়েছে, এপ্রিলের শেষ দিক থেকে শুরু করা তালেবান বিরোধী অভিযানে এ পর্যন্ত ১২০০ রও বেশি জঙ্গি নিহত এবং ৯০ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, অভিযান চলার মাঝেই জঙ্গিরা লাহোর, পেশোয়ার ও দেরা ইসমাইল খানে বোমা হামলা চালিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় শুক্রবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, “এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এতে আমরা ব্যর্ত হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মাফ করবে না। আমরা এই যুদ্ধে হারতে পারি না। পরাজয় আমাদের বিকল্প হতে পারে না।”
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন