পরিবেশবান্ধব নীতিমালা অনুসরণ করতে বন্দর ও ওয়াসাকে নোটিশ দেবে পরিবেশ অধিদপ্তর ।। কর্ণফুলীর চর দখল করে গড়ে তোলা হচ্ছে আবাসিক এলাকা ও শিল্প-কারখানা
ম্যাজিস্ট্রেট ও লোকবল সংকট বকেয়া বিল আদায়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম পিডিবি
দেশের নদ-নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বিএনপির আহবায়ক কমিটি ২৫ জনের তালিকা পাঠিয়েছেন তারেক, বিপাকে হাইকমান্ড
মহিলা বাস সার্ভিস বন্ধ হওয়ার পর এবার সিটি কর্পোর নিরাপদ যাত্রী সেবা কাউন্টার ১৫টি গাড়ি নিয়ে আজ উদ্বোধন ॥ কাউন্টার ২৮টি
কোন উপলক্ষ নেই, তবুও বেড়েছে মরিচ মসলা ও হলুদের দাম
পাকিস্তানে হলব্রুকের সফরকালে বোমা হামলায় নিহত ৪০
বান্দরবান সীমান্তে নাসাকা-বিডিআর পতাকা বৈঠক
কক্সবাজারে আ.লীগের নামে সদর সাব রেজিস্টার অফিস দখল
সহপাঠীরাই নির্মমভাবে খুন করেছে স্কুল ছাত্র হৃদয়কে পুলিশের জিজ্ঞাসাবাদে ৩ হত্যাকারীর স্বীকারোক্তি
তিন বোনের একটা মাত্র ভাই হৃদয়। নামের মতো সেও তাদের হৃদয় মণি-ই ছিল। মৃত্যুর ২৬ দিন পেরিয়ে গেছে, পুরো বাড়ি জুড়ে নিস্তব্ধতা রয়ে গেছে একই রকম। গতকাল জানাজানি হলো যে, তারই তিন সহপাঠী নির্মমভাবে তাকে হত্যা করে লাশ ভাসিয়ে দিয়েছিল সাগরে। এ সংবাদ শুনে হৃদয়ের পরিবারের সদস্যরা এখনো বিশ্বাস করতে পারছে না যে, ক্লাস এইটে পড়া কোন ছেলে যে, খুনী হতে পারে। তাই গতকাল পাহাড়তলী থানায় হৃদয়ের বাবা শাহজাহান তাঁর পুত্রের খুনী শুভ, পারভেজ ও ফরহাদকে বার বার জড়িয়ে ধরে বলছিলেন, ‘‘এদের বিরুদ্ধে আমি কী করবো এরাইতো আমার ছেলের মতোন। উল্লেখ্য, গত ১০মে হৃদয়ের এই তিন সহপাঠী সামান্য একটি এমপি সিক্স প্লেয়ারের জন্য খুন করে তাকে। গতকাল এ প্রতিবেদকের সাথে আলাপকালে গ্রেপ্তারকৃত তিন খুনী ভাবলেশহীনভাবেই খুনের লোমহর্ষক বিবরণ দেয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান খুনের এ ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসেবে মনে করেন। তিনি বলেন, ক্যাবল টিভির কু প্রভাব কোমলমতি শিশুদের এভাবে ভয়ংকর অপরাধের দিকে ধাবিত করছে। ঘটনার বিবরণে জানা যায়, হৃদয়, শুভ, পারভেজ ও ফরহাদ আলহাজ্ব মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। হৃদয়ের কাছে একটা এমপি সিক্স প্লেয়ার ছিল। ঘটনার ১৫ দিন আগে শুভ এটি চেয়ে নিয়েছিল হৃদয় থেকে। আবার ফিরিয়েও দিয়েছিল গত ৮মে। ৯মে হৃদয় ও তার জমজ বোন তন্বি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হয়। তন্বি স্কুলে ঢুকে গেলেও হৃদয় একটু পরে আসছি বলে স্কুল গেইট থেকে চলে যায়। স্কুল ছুটির পর হৃদয়কে দেখতে না পেয়ে তন্বি অপেক্ষা করে কিছুক্ষণ। পরে বাসায় চলে আসে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামে, সন্ধ্যা আসে। তবুও হৃদয় আসে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার মা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি জিডি করেন। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে উত্তর কাট্টলীস্থ বেড়ী বাঁধ এলাকা থেকে হৃদয়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। খুনের রহস্য উদঘাটন যেভাবে :- পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ঘটনার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব দেন সাবইন্সপেক্টর বিপ্লবকে। ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিনি আকাশ মন্ডল নামে হৃদয়ের এক সহপাঠীর খোঁজ পান। আকাশের সাথে গত ৭মে একটি মেমোরী কার্ড নিয়ে ঝগড়া হয়েছিল হৃদয়ের। পরে তাদের স্কুলের এক শিক্ষিকা বিষয়টি জেনে দু’জনকে ডেকে মিলিয়ে দেন। এস আই বিপ্লব আকাশের কাছে সেই ঝগড়া সম্পর্কে জানতে গেলে সে এ ধরনের কোন ঘটনার কথা অস্বীকার করে। এরপর সেই স্কুল শিক্ষিকাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি মিমাংসা করে দেয়ার কথা স্বীকার করেন। শিক্ষিকার মুখোমুখি করা হয় এবার আকাশকে। এবার আর সে অস্বীকার করতে পারেনি। এসআই বিপ্লবের ধারণা হয়, খুনের ঘটনার সাথে কোন না কোন যোগসূত্র থাকতে পারে আকাশের। তাকে ভয় দেখানো হয়, হৃদয়ের খুনের মামলায় সেও জড়িয়ে যেতে পারে। এতে কাজ হয়। সে বলে, ‘‘সাগরে, হৃদয়ের লাশ পাওয়ার পরদিন একটি ছাদে আড্ডা দিচ্ছিল শুভ, পারভেজ ও ফরহাদ। কিছুক্ষণ পরে সে ছাদে যাওয়ার সময় সিঁড়িতে থাকতে শুনতে পায়, পারভেজ বলছে, আমরা কেউ ঘটনা সম্পর্কে কাউকে বলবো না।’ আরো দুই এক মিনিট অবস্থান করে আকাশ চলে আসে বলে জানায়। আকাশের এ তথ্যের পর এসআই বিপ্লবের ধারণা আরো বদ্ধমূল হয়। গত ৪মে বিশ্ব কলোনীস্থ জি ব্লকের ২১০ নং হোল্ডিং থেকে মোহাম্মদ আলমের ছেলে ফরহাদ (১৪), মোস্তফা হাকিম স্কুল সংলগ্ন বশির আহমদের বাড়ি থেকে এনামুল হকের ছেলে পারভেজ (১৪) এবং উত্তর কাট্টলীস্থ হাবিব উল্লাহর বিল্ডিং থেকে আশীষ চৌধুরীর ছেলে শুভ চৌধুরী (১৩)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। দুপুর থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিস্তু কিছুতেই তারা মুখ খুলছে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, তদন্ত কর্মকর্তা এস আই বিপ্লব নাছোড়বান্দা। রাত ৩টার দিকে শুভ প্রথম মুখ খোলে। খুলে বলে খুনের ঘটনা, কারণসহ সব কিছু। পারভেজ ও ফরহাদও স্বীকার করে, একটি এমপি সিক্স প্লেয়ারের জন্যই মূলতঃ খুন করা হয়েছে হৃদয়কে। বন্ধু ভেবেই হৃদয় ঘুরতে গিয়েছিল :- শুভ জানায়, স্কুল পালিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেই কৌশলে হৃদয়কে বেড়ী বাঁধ এলাকায় নিয়ে যায়। পারভেজ এমপি সিক্সের প্রসঙ্গ তুলে সেটি শুভকে দিয়ে দিতে বলে। এছাড়া সে হৃদয়কে তার বাবার কাছ থেকে দুই লাখ টাকা এনে দিতে চাপ দেয়। সে বলে, এ টাকা দিয়ে একটি মুরগীর ফার্ম করা হবে। তারা চারজন পার্টনার হিসেবে থাকবে, স্বাবলম্বী হবে। হৃদয় তাদের প্রস্তাব দুটির একটিতেও সাড়া দেয়নি। শুরু হয় কথা কাটাকাটি। কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ ও ফরহাদ সামনে-পেছনে হৃদয়ের গলা চেপে ধরে। এভাবে ১৫/২০ মিনিট পার হলে নিথর হয়ে পড়ে হৃদয়। তার লাশ সাগরে ছুঁড়ে ফেলা হয়। স্কুল ব্যাগটি মাটি চাপা দেয়া হয় সেখানেই। এমপি সিক্সটা শুভ নেয়। তাদের ধারণা ছিল লাশটা আর পাওয়া যাবে না। কিন্তু ভাটার টানে সেটি যে ফিরে আসবে তা ভাবেনি তারা। এ পর্যায়ে শুভ এ প্রতিবেদকে জানায়, খুনের দৃশ্য দেখে সে পালিয়ে যেতে দৌঁড় দেয়। কিন্তু অর্ধেক যেতে না যেতেই তাকে ধরে ফেলে পারভেজ ও ফরহাদ। তারা শাসায়, এ ঘটনা কাউকে জানালে হৃদয়ের মতো তোকেও মেরে ফেলা হবে। তাদের হাতে পায়ে ধরে ঘটনার কথা কাউকে জানাবে না জানিয়ে সে বাসায় চলে আসে। তবে এস আই বিপ্লব জানিয়েছেন, পুলিশী জিজ্ঞাসাবাদে শুভ স্বীকার করে যে, হৃদয়কে হত্যার সময় সে পা চেপে ধরেছিল। তাদের স্বীকারোক্তি মোতাবেক শুভর বাসা থেকে উদ্ধার করা হয় হৃদয়ের এমপি সিক্স প্লেয়ার। গতকাল তিনজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দেখানো মতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় হৃদয়ের স্কুল ব্যাগ। হৃদয়ের পরিবারের মুখে কথা নেই :- হৃদয়ের বাবা মো. শাহজাহান দুবাই থাকেন। মা স্কুল শিক্ষিকা। তিন বোনের একজনের বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় জন অনার্স পড়ণ্ডয়া। সর্বশেষ তন্বি হৃদয়ের সাথেই পড়ে। হৃদয় ছিল তাদের চোখের মণি। তার বাবা জানায়, ‘‘এত ছোট বয়সেও বেশ গোছানো ছিল হৃদয়। ফোনে তার সাথে শেষ কথা হয়। সে বলেছিল, ‘‘আব্বু কেমন আছো তুমি? খাওয়া দাওয়া করছো তো ঠিকমতো?” এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, হৃদয় চলে যাওয়ার পর থেকে ফজরের নামাজের সময় ঘন্টা দুই ঘুমানো ছাড়া সারা রাত জেগে থাকি। তার মা ও জমজ তন্বিকে নিয়ে বেশি ভয়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, মেয়েরা হঠাৎ হঠাৎ ঘুমের ঘোরে চিৎকার করে জেগে উঠে। আমি কী করবো? তাদের কীভাবে শান্তনা দেবো? না পারছি সইতে, না পারছি কাঁদতে। আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেছে। প্রয়োজন সামাজিক দায়বদ্ধতা :- পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান এ অবক্ষয় রোধে তিনটি বিষয়ের উপর জোর দেন। বাবা-মাকে সচেতন করতে হবে। স্কুলের শিক্ষকদের সচেতন হতে হবে। সামাজিকভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যায়। তিনি বলেন, আমি আমার নিজের সন্তানকে নিয়ে ভাবছি। ক্যাবল চ্যানেল দেখে দেখে শিশুরা অন্ধভাবে অনুকরণ করছে সব কিছু। তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
মাঠে গড়াল টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ৩ মাসের মধ্যে সংশোধন হচ্ছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে বিশ্ব পরিবেশদিবস পালিত
পরিবেশ রক্ষায় বিভিন্ন জনসচেতনামূলক অনুষ্ঠান, র্যা লী, আলোচনা সভা ইত্যাদি আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল সকাল থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। সকাল আটটায় এম এ আজিজ স্টেডিয়ামে সমাবেশ শেষে মুসলিম ইনস্টিটিউট হলে এসে শেষ হয়। র্যা লীতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, স্কাউট, রোভার, গালর্স গাইড এবং বিভিন্ন এনজিও কর্মকর্তা ও সদস্যরা অংশ গ্রহন করেন। সকাল নয়টা থেকে মুসলিম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, সারা পৃথিবী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকীর সম্মুখীন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিই পরিবেশ বিপর্যয়ে অন্যতম কারণ। এটার এখন আর কোন অনুমান নির্ভর বিষয় নয়। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমাদের আগামী প্রজন্মের জন্য এ পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য তিনি পরিবেশবিদদের প্রতি আহবান জানান। পরিবেশ অধিদপ্তর পরিচালক আবদুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল্লাহ। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তোমার পৃথিবী তোমাকেই চায়’ বিষয়ের তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল হক। পরিচালক আবদুস সোবহান বলেন, বিজ্ঞানীদের মতে পৃথিবীর তাপমাত্রা দেড় হতে আড়াই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে পৃথিবীর প্রাণী ও উদ্ভিদ প্রজাতির ৩০ শতাংশ হুমকির মুখে পড়বে। ২০৫০ সালের মধ্যে এশিয়ায় গ্রীস্ম অঞ্চলে ১০০ কোটিরও বেশি মানুষ বড় ধরণের বিপর্যয়ের সম্মুখীন হবে। বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের অনেক দেশে ভয়াবহ বন্যা খরা, খাদ্যাভাব ও পানি সংকট সৃষ্টি হবে। তিনি আরও বলেন, পৃথিবীর তাপমাত্র ১ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বাংলাদেশের ১৭.৫ শতাংশ উপকূলীয় ভূমি তলিয়ে যাবে। যে কারণে প্রায় আড়াই কোটি মানুষ ঘরবাড়ি, জমি হারিয়ে নিঃস্ব পরিণত হবে। আলোচনা সভায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কন্টেনার হ্যান্ডলিংয়ে অপারেটর নিয়োগে আবারো অনিশ্চয়তা ।। দ্বিতীয় দফা টেন্ডারের কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ে বন্দর চেয়ারম্যা
কায়রো বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে ওবামা যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের সাথে নতুন সূচনার ভিত গড়তে চায়
রোববার বিকেল পর্যন্ত মুলতবি বাজেট অধিবেশন শুরু বিরোধী দলের বয়কট
সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন যোগ না দেয়ার কারণ ব্যাখ্যা করেন বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। সংসদ ভবনের মিডিয়া সেলে আয়োজিত ব্রিফিংকালে তিনি বলেন, স্পিকার আমাদের আসন বন্টনের ব্যাপারে সম্মানজনক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে স্পিকার যে প্রস্তাব দিয়েছেন তা মোটেও সম্মানজনক নয়। তাই আজ (বৃহস্পতিবার) আমরা সংসদ অধিবেশনে যাচ্ছি না। আগামী সপ্তাহে সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন, স্পিকার আসন বন্টন নিয়ে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এর সম্মানজনক সমাধান করবেন। কেননা আমরা সংসদকে কার্যকর করতে চাই, গঠনমূলক ভূমিকা রাখতে চাই।
নগর বিএনপিতে অস্থিরতা ভেঙে গেছে চেইন অব কমান্ড
চট্টগ্রামে বিএনপিতে অস্তিরতা শুরু হয়েছে। ভেঙে গেছে দলীয় চেইন অব কমান্ড। ভিন্ন-ভিন্ন ভাবে পালিত হচ্ছে দলীয় কর্মসূচি। মহানগর বিএনপির দলীয় কর্মসূচিতে অনেকে উপস্থিত না থেকে নিজেদের উদ্যোগে আলাদাভাবে কর্মসূচি পালন করছে। নগর বিএনপির কর্মসূচিতে না এসে আলাদা ভাবে কর্মসূচি পালন করায় বিএনপির বেশ কয়েকজন নেতার উপর নগর বিএনপির আহবায়কসহ সিনিয়র নেতারা ক্ষুব্ধ। যারা আলাদাভাবে কর্মসূচি পালন করছেন তাদের কঠোর সমালোচনা করেছেন নগর বিএনপি নেতারা। নগর বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, মহানগরীর দলীয় কর্মসূচিতে উপসি'ত না থেকে আলাদাভাবে কর্মসূচি পালনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে। নগর কমিটি থাকতে আলাদাভাবে কর্মসূচি পালন করে নগর কমিটিকে অবজ্ঞা করা হচ্ছে। সাম্প্রতিক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে চট্টগ্রামে একাধিক নেতার উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মহানগর বিএনপি শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করলেও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করা হয়েছে। অপরদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। একইসাথে বিগত জাতীয় নির্বাচনে কোতোয়ালী আসনের বিজিত নেতা মোঃ শামসুল আলম এবং বিএনপি নেতা ডাঃ শাহদাত হোসেনের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। চান্দগাঁও-বোয়ালখালী এলাকায় বিএনপি নেতা মোঃ এরশাদ উল্লাহ’র নেতৃত্বেও পালিত হয়েছে পৃথক কর্মসূচি। জাতীয় নির্বাচনের পর থেকে নগর বিএনপিতে অসি'রতা শুরু হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মহানগর বিএনপির কর্মসূচি চললেও চান্দগাঁও-বোয়ালখালী আসন থেকে বিজিত প্রার্থী মোঃ এরশাদ উল্লাহ’র নেতৃত্বে বহদ্দারহাট থেকে চান্দগাঁও এলাকায়, অপরদিকে কোতোয়ালী আসনের বিজিত প্রার্থী মোঃ শামসুল আলমের নেতৃত্বে কোতোয়ালী-বাকলিয়া এলাকায় দলীয় কর্মসূচি পালিত হয়ে আসছে। আলহাজ্ব মোঃ শামসুল আলমের সাথে রয়েছেন বাকলিয়া থানা বিএনপির সদস্য সচিব ডাঃ শাহাদাত হোসেন। এই দুই নেতা কোতোয়ালী আসন এলাকা দিন-রাত চষে বেড়াচ্ছেন। তাদের তৎপরতায় নাখোশ চট্টগ্রামের বিএনপির সিনিয়র নেতারা। ডাঃ শাহাদাত হোসেন এবং মোঃ শামসুল আলমের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায়, কেন্দ্রের নির্দেশে তারা দলীয় কর্মসূচি পালন করছেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আজ শুরু
ডা জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ কোনো ক্যাম্পাস নেই, ৩ দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
লে. জেনারেল মুবিন নতুন সেনাপ্রধান
হাধুরখীলে নলকূপ দিয়ে গ্যাস উঠছে
হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নের হাধুরখীল গ্রামের পূর্ব শরীফ বাড়ির জনৈক মোঃ ইউসুফ শরীফের রান্না ঘরের নলকূপে গ্যাস উঠছে। দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে তাতে আগুন জ্বলে উঠে। এই ঘটনা দেখার জন্য অসংখ্য উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছে। গতকাল বৃহস্পতিবার ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। মোঃ ইউসুফ শরীফের পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে ওই বাড়ির রান্না ঘরে পানীয় জলের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়। স্থাপনের পর থেকে ওই পরিবারের লোকজন নলকূপটি ব্যবহার করে আসছে। মাস দুয়েক আগে মোঃ ইউসুফ শরীফের মেয়ে নাসরিন আকতার শরীফ রাত্রে নলকূপটি থেকে পানি তুলতে যায়। ঘরে বিদ্যুৎ না থাকায় নাসরিন নলকূপের মাথায় জ্বলন্ত মোমবাতি রেখে নলকূপে চাপ দিলেই হঠাৎ ধপ করে আগুন জ্বলে উঠে। জানা যায়, চার পাঁচ মাস আগ থেকেই নলকূপটি দিয়ে খুব কম পানি উঠতে থাকে। ওই ঘটনার পর থেকে পরিবারটি পার্শ্ববর্তী ঘর থেকে পানি ব্যবহার করতে থাকে। গত ৬/৭ দিন পূর্বে পুনরায় নলকূপটিতে পানি উঠানোর জন্য চাপ দিলে গ্যাসের গন্ধ পাওয়া যায়। পরে তারা দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে নলকূপের মাথায় নিলে আগুন জ্বলে উঠে। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক লোকজন ঘটনা দেখতে ছুটে আসে। গত বুধবার (৩ জুন) ২নং ধলই ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ ওই বাড়িতে গিয়ে ঘটনা পর্যবেক্ষণ করেন। নলকূপটিতে আগুন জ্বালিয়ে দিলে এক-দেড় মিনিট পর্যন্ত আগুন স'ায়ী হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল খালেক বিষয়টি অনুসন্ধানের জন্য পেট্রো বাংলার ব্যবস্থাপককে জানাবেন বলে জানান।
অফিস করেছেন সোহেল তাজ, পদত্যাগের কথা অস্বীকার
পদত্যাগপত্র দেওয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। পদত্যাগের গুঞ্জনের বিষয়ে গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যা এক্সিস্ট (অস্তিত্ব) করে না। তা বাস্তবায়িত হবে কীভাবে? তানজিম জানান, ছুটি মঞ্জুর হলেও সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ায় আপাতত তিনি ছুটিতে যাচ্ছেন না। কয়েকদিন পর গতকাল নিজের কার্যালয়ে গেলেন তানজিম। বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এর পরপরই প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোজাক্কের আলীকে কিছু ফাইল-পত্র নিয়ে তানজিম আহমেদের কক্ষে ঢুকতে দেখা যায়। এরপর তার কক্ষে ঢোকেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার। খবর বিডিনিউজের। দুপুর সাড়ে ১২টার দিকে তানজিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তানজিম বলেন, অসুস'তার কারণে কয়েকদিন অফিস করতে পারিনি। এখন কিছুটা সুস' বোধ করায় অফিসে এসেছি। পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তানজিম বলেন, পদত্যাগের বিষয়ে আমি কিছু জানি না। এ ধরনের খবর প্রকাশে আমি হতাশ হয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার জানান, প্রতিমন্ত্রী ৬ থেকে ২৩ জুন পর্যন্ত ছুটিতে যাচ্ছেন। এ বিষয়ে তানজিম বলেন, ছুটি মঞ্জুর হয়েছে। তবে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। মন্ত্রণালয়েও কাজ আছে। তাই এখন ছুটিতে যাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বিরোধ নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, উনাকে আমি শ্রদ্ধা করি। আমাদের কোনো বিরোধ নেই। এটা আমি উপলব্ধি করি। মন্ত্রণালয়ে কেউ অসহযোগিতা করছে কিনা- প্রশ্ন করা হলে তানজিম বলেন, না এ ধরনের কোনো ঘটনা নেই। তবে সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা আসতে পারে। তা কাটিয়ে উঠতে হবে। আমরা দিন বদলের জন্য কাজ করছি। পরিবর্তন আনতে চাইলে নিজেদের পরিবর্তিত করতে হবে। ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে বিরোধ ছিল বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। তবে তানজিম বলেন, বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড এ সরকারের সময়ে ঘটেনি, ঘটবেও না। কোনো অনিয়ম হলে আমরা তদন্ত করে দেখব। গত রোববার থেকে তানজিম অফিসে অনুপস্থিত ছিলেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও তিনি যাননি। এরপর থেকেই তার পদত্যাগের গুঞ্জন শুরু হয়। বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান। এরপর রাতে তানজিমের নির্বাচনী এলাকা কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার থেকে প্রতিমন্ত্রী নিয়মিত অফিস করবেন।
সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জোট সরকার তারেকের ১২ কোটি টাকার সুদ মওকুফ করে
বিশ্ব পরিবেশ দিবস আজ
আজ বিশ্ব পরিবেশ দিবস। শিল্প কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড ও ক্ষতিকারক বায়ুকণা প্রতিরোধ করে আধুনিক বাসযোগ্য পৃথিবী গড়তে বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তোমার পৃথিবী, তোমাকেই চায়। মানুষের ক্রমাগত চাহিদা বৃদ্ধি, শিল্প উন্নয়ন ইত্যাদি কারণে বিশ্ব আজ বিপর্যস্ত। বিশ্ব পরিবেশ রক্ষায় ১৯৭২ খ্রিস্টাব্দের জুনে সুইডেনের স্টকহোমে মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘের সম্মেলনে বিশ্ব পরিবেশ রক্ষায় ব্যাপক আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবেশ দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ১ জুন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আজ দিবসটি পালন উপলক্ষ্যে সকাল দশটা থেকে মুসলিম ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল আটটায় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে সমাবেশ শেষে পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা মুসলিম ইনস্টিটিউটে এসে সমাপ্ত হবে। পদযাত্রায় শিশু-কিশোর সংগঠন, এনজিও, গার্লস গাইড, স্কাউট, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। পদযাত্রা সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার এম এ এন ছিদ্দিক। মুসলিম ইনস্টিটিউট সমাবেশে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে খেলাঘর চট্টগ্রাম মহানগর ডি সি হিল প্রাঙ্গণে দিনব্যাপী দেশীয় ফল উৎসবের আয়োজন করেছে। এ উৎসব সকাল সাড়ে ৯ টায় উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। বিকাল ৪ টায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। উৎসবে অন্যান্য কর্মসূচির মধ্যে থাকবে ফল চেনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ফল ও আলোকচিত্র প্রদর্শনী, লোকজ বাদন, কবিগান, লোকগান, নৃত্য, আবৃত্তি। এছাড়া সকল শিশুর জন্য লোক উৎসব ও পুরাতনী মেলা পরিষদ মক্ত খাই যঅ (বিনামূল্যে খেয়ে যাও) এবং পরিবেশ আন্দোলন / চট্টগ্রাম মক্ত লই যঅন্ (বিনামূল্যে নিয়ে যান) নামে দুটি স্টল প্রদান করবে।