ইভটিজিং-এর প্রতিবাদ করায়

ইভটিজিং-এর প্রতিবাদ করায় মাস্টার্সের এক ছাত্রীকে পিটিয়ে আহত করেছে জুনিয়র এক ছাত্র। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম রায়হান মার্জান। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থী রাজু বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। জানা যায়, বেগম খালেদা জিয়া হলের ছাত্রী রায়হান মার্জান গতকাল সন্ধ্যার পর হল থেকে বের হয়ে পার্শ্ববতী ঝুপড়ির দোকানে যাচ্ছিলেন। এমন সময় রাজু নামের ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থী তাকে টিজ করে। এর প্রতিবাদ করলে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলেটি মেয়েটির ওপর চড়াও হয়। তাকে কিল-ঘুষি, লাথি মেরে চুল টেনে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পরে সেখানে উপসি'ত হন সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার। তার কাছে গতকাল রাত ৯টায় জানতে চাইলে ওই ব্যাপারে তিনি বলেনণ্ড মেয়েটিকে আমি প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাচ্ছি। অভিযুক্ত ছেলেটির ব্যাপারে তিনি বলেন, সে ব্যবস্থাপনা বিভাগের ১ম বা ২য় বর্ষের ছাত্র। তাকে রাতের ভেতরে আটক করতে র্যাবব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে। তার বিরুদ্ধে অবশ্যই একাডেমিক্যালি শাস্তির ব্যবস্থাসহ অন্যান্য শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। কারণ, ছেলেটির বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন