স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ দমন এবং আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা উন্নয়ন। আইনশৃঙ্খলার উন্নয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মন্ত্রী গতকাল শনিবার সকালে ফটিকছড়ি যাওয়ার পথে হাটহাজারী বাস স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন স্বাধীনতার পর এদেশে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন স্বাধীনতা বিরাধী চক্র এদেশী পাকিস্তানী এজেন্টগণ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। এরপর থেকে দেশে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়। আইনশৃঙ্খলা পরিসি'তির অবনতি হতে থাকে। হত্যা, খুন, চাঁদাবাজ, সন্ত্রাসী তৎপরতা বাড়তে থাকে। সবশেষ শুরু হয় জঙ্গি তৎপরতা। সকাল সাড়ে আটটায় সভা শুরু হলে শত শত লোকজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা শোনার জন্য বাসস্টেশন চত্বরে জমা হতে থাকে। ২৯ ডিসেম্বর মহাজোট সরকার গঠনের পর এটাই প্রথম হাটহাজারীতে কোন মন্ত্রীর পথ জনসভা। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। প্রধান অতিথি বলেন, একটি মহল পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এ ব্যাপারে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সীমিত সংখ্যক পুলিশ দিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা দুরুহ কাজ বলে উল্লেখ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন