হাসিনাসহ আ’লীগ নেতাকর্মীদের ১৫০ মামলা প্রত্যাহারের সুপারিশ


প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা ১৫০ হামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মামলা প্রত্যাহার সংক্রান্ত জেলা কমিটি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়া রাজনৈতিকভাবে হয়রানি মামলা প্রত্যাহারের ২৪৩২টি আবেদনের মধ্যে গতকাল পর্যন্ত ১ হাজার ৮০০ আবেদনের ওপর মতামত চেয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি)’র কাছে পাঠানো হয়েছে। আজ পর্যন্ত মামলা প্রত্যাহারের আবেদন করা যাবে। এতে বলা হয়েছে, ঢাকার জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান বলেছেন, ১৫০টি মামলা আমরা প্রত্যাহারের সুপারিশ করেছি। আমাদের সুপারিশ বিবেচনার জন্য কাগজপত্রসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। রিপোর্টে বলা হয়, সুপারিশের ১৫০টি মামলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১৩টি মামলা ছাড়াও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, মোহাম্মদ নাসিম, ড. মহিউদ্দীন খান আলমগীর, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানকসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আবেদন রয়েছে। তবে গতকাল দুপুর পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ২ ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা ২০টি মামলার আবেদন যাচাই-বাছাই করা হয় নি। ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার নাজমুল হুদা, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপি’র শীর্ষ নেতাদের মামলাগুলো যাচাই-বাছাই চলছে। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান জানিয়েছেন, মামলা যাচাই-বাছাইয়ের সময় দলীয় পরিচয় বিবেচনা করা হচ্ছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন