ভূজপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতরা বিয়ে বাড়িতে আগত এক মেহমানকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আরো দুই মহিলা গুলিবিদ্ধ হয়েছে। তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পশ্চিম ভূজপুর গ্রামের চৌকিদার টিলার রজি আহম্মদের ঘরে ৮/১০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে প্রায় এক ঘণ্টা ধরে বিয়ের অনুষ্ঠানে আসা মেহমানদের স্বর্ণালংকার ও সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে ব্যাপক লুটতরাজ শুরু করে। এতে মেহমান জসিম (২৩) ডাকাতদের লুটপাটে বাধা দেয়। এ সময় ডাকাতরা তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ডাকাতদের ছোঁড়া গুলিতে নূর নাহার বেগম (৩৫) ও বিবি জয়নব নামে অপর দুই মহিলা গুরুতর আহত হয়। তন্মধ্যে এলাকাবাসী নুর নাহার বেগমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। সে বোয়ালখালী থেকে উক্ত বিয়ের অনুষ্ঠানে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তার স্বামীর নাম জহির আহাম্মদ। নিহত জসিম উপজেলার ভূজপুর ইউনিয়নের রোসাইংগা ঘোনা গ্রামের জনৈক মোহাম্মদ শাহ আলমের পুত্র। এদিকে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করেছে। পুলিশ তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন