ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত টিকুরিয়া গ্রামকে দেশের প্রথম ‘বায়োগ্যাস ভিলেজ’ ঘোষণা করা হয়েছে।শুক্রবার টিকুরিয়ার কুতিকুড়া করুয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠে ‘বায়োগ্যাস সপ্তাহ-২০০৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ঘোষণা দেন।বায়োগ্যাসের প্রতি গ্রামাঞ্চলের মানুষের আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে এখন থেকে প্লা্যন্ট প্রতি সরকারিভাবে ৯ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ারও ঘোষণা দেন তিনি।দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের জ্বালানি চাহিদা মেটানো, জমির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘জাতীয় বায়োগ্যাস ও জৈবসার কর্মসূচি’ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত ‘বায়োগ্যাস সপ্তাহ-২০০৯’ পালন করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) দেশের বিভিন্ন জেলার ১২ টি গ্রামের প্রতিটিতে ২০টিরও বেশি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটি বিশ্ব্যব্যাংক ও এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ‘সোলার হোম সিস্টেম’ প্রকল্পের আওতায় ৩ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং পৃথক অপর একটি প্রকল্পের আওতায় এ পর্যন্ত সাড়ে সাত হাজার বায়োগ্যাস প্ল্যান্টে অর্থায়ন করেছে। এছাড়া সারা দেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় প্রায় ৬০ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে ইডকল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ প্রমোদ মানকিন, ইডকলের নির্বাহী পরিচালক ইসলাম শরীফ, গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক দীপাল চন্দ্র বড়ুয়া এবং ময়মনসিংহের জেলা প্রশাসক এএন সামছুদ্দিন আজাদ চৌধুরী বক্তব্য রাখেন। ইডকল চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশারফ হোসেন ভূইঞা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কপিরাইট: ২০০৮, দৈনিক আজাদী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন