কাস্টমসের যুগ্ম কমিশনার বেলাল হোসাইনকে বদলি ॥ অন্যদের শোকজ ।। রড আমদানিতে শুল্ক ফাঁকির ঘটনা

ফিনিশড রড আমদানিতে শুল্ক ফাঁকি ও এসআরও ধামাচাপা দেয়ার ঘটনায় কাস্টমসের যুগ্ম কমিশনার বেলাল হোসাইন চৌধুরীকে অবশেষে বদলি করা হয়েছে। কাস্টমস কমিশনার শাহ আলম খানকে বদলির ১২ দিন পর তাকে শাস্তিমূলক বদলি করা হলো। এই ঘটনার সাথে জড়িত অন্য কর্মকর্তাদের শুধুমাত্র শোকজ নোটিশ জারি করেই ক্ষান্ত কাস্টমস।ফিনিশড রড আমদানিতে সরকারের জারি করা এসআরও কে ধামাচাপা দিয়ে শুল্ক ফাঁকি দেয়ার ঘটনায় ইতোমধ্যে কাস্টমস কমিশনার শাহ আলম খানকে বদলি করা হয়েছে। তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমীতে এখন প্রশিক্ষণ দিচ্ছেন। শাহ আলম খান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে শুল্ক ফাঁকি দেয়ার ক্ষেত্রে অনৈতিক সুবিধা দিয়ে ছিলেন বলে জানা যায়। এছাড়া ৩১০ মার্কিন ডলারের ফিনিশড রডকে ২৭৪ ডলারে শুল্কায়ন করে ২০ কোটি টাকা শুল্ক ফাঁকিতে সহায়তা দেয়ার অভিযোগে তাকে এই বদলি করা হয়। ইতোমধ্যে ঘটনা তদন্তে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলের যুগ্ম পরিচালক মুবিনুল করিমকে দিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল তারা প্রতিবেদন জমা দিয়েছেন। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা। এরই অংশ হিসেবে যুগ্ম কমিশনার বেলাল হোসাইন চৌধুরীকে বদলি করে ঢাকার শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। এই স'লে নতুন যুগ্ম কমিশনার হচ্ছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমীর পরিচালক মোয়াজ্জেম হোসেন। আগামীকালের মধ্যেই তিনি যোগদান করবেন বলে জানা গেছে।অটোমেশন কার্যক্রম চালুর প্রথমভাগ থেকে যুগ্ম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী নেপথ্যে থেকে এর বিরুদ্ধে নানা কলকাঠি নাড়েন বলে অভিযোগ আছে। তার বিশাল সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তিনি এখনো অভিযুক্ত।গত ১৫মে দৈনিক আজাদীতে প্রকাশিত শুল্ক ফাঁকি ও এসআরও ধামাচাপা দেয়ার ঘটনার প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। এরই সূত্র ধরে তদন্ত কমিটি গঠন, প্রতিবেদন প্রদান ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া শুরু হয়। তবে বাকি সব অভিযুক্তদের শুধুমাত্র নোটিশ জারিতেই সীমাবদ্ধ থেকেছে কাস্টমস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন