বিশ্ব মন্দার মধ্যেও দেশে সাড়ে ৯শ’ কোটি ডলার রেমিটেন্স আসবে - গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বিশ্বমন্দার মধ্যেও চলতি বছর ৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৯৫০ কোটি ডলার রেমিটেন্স দেশে আসবে। তিনি আশা প্রকাশ করে আরো বলেন,আমাদের প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স সময়ে খুবই কাজে আসবে। বিশেষ করে বিশ্বমন্দার এই সময়ে এটা খুব কাজ দেবে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এই অর্থ লেনদেনের ভারসাম্য রক্ষাসহ বিশ্বমন্দা মোকাবেলায় বাংলাদেশকে বেশ সহায়তা করবে। বিশ্বমন্দার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে বিনিয়োগ করারও আহবান জানিয়েছেন গভর্নর। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্বমন্দার ওপর আয়োজিত এক সংলাপে তিনি এ সব কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি-বি) এ সংলাপের আয়োজন করে। আতিউর রহমান বলেন, বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশের ওপর এখনও তেমন পড়েনি। উন্নত দেশের ব্যাংক ও আর্থিক খাত বিশ্বমন্দার প্রভাবে তছনছ হয়ে হয়ে গেলেও বাংলাদেশে এর কোনো ধরনের ছোঁয়া লাগেনি। আমাদের ব্যাংক ও আর্থিক খাত এখনও মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে রপ্তানি আয় ও রেমিটেন্সের ওপরও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি বলেন, গত বছর ৯ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। মন্দা সত্ত্বেও চলতি বছর এই রেমিটেন্স ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন