ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙ্গে ও উপচে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার অধিকাংশ চিংড়িঘের তলিয়ে যায়। এতে কক্সবাজার জেলার অন্তত ৫০ হাজার একর জমির ৫শত কোটি টাকার চিংড়ি মাছ ভেসে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫/৬ ফুট বেশি পানি হয়। এই জলোচ্ছ্বাসে জেলার উপকূলীয় এলাকার অধিকাংশ চিংড়ি ঘের তলিয়ে যায়। কিছু স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে এবং অধিকাংশ স্থানে বাঁধ উপচে সামুদ্রিক পানির সাথে চিংড়ি ঘের একাকার হয়ে যায়। কক্সবাজার সদর উপজেলায় ৭০ ভাগ চিংড়ি ঘের, মহেশখালীর শতভাগ, চকরিয়া ও পেকুয়ার প্রায় ৫০ভাগ, কতুুবদিয়ার ১০ ভাগ এবং উখিয়া-টেকনাফের প্রায় ৩০ ভাগ চিংড়ি ঘের সামুদ্রিক জোয়ারে তলিয়ে যায়। এতে অন্তত ৫০ হাজার একর জমির ৫ শতাধিক কোটি টাকার চিংড়ি সামুদ্রিক জোয়ারে ভেসে যায়। বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ায় প্রায় ৩০ ভাগ চিংড়ি জমিতে এখন জোয়ারের পানি আসা-যাওয়া করছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন