রোনালদোর মাথায় এখন পর্তুগাল

কোথায় যাবেন শেষ পর্যন্ত ছোট রোনালদো? কেউ জানেন না। সম্ভবত তিনি নিজেও না। তবে এটুকু জানেন, ফুটবল-জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে এই সিদ্ধান্ত নেওয়াটা হয়ত খেলার থেকেও কঠিন। তাই, এখন আর ক্লাব ফুটবল নিয়ে ভাবছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে বলেছেন, ‘এখন শুধু জাতীয় দল নিয়ে ভাবছি। ভাবছি, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলো নিয়ে। এখন ক্লাব নিয়ে কথা বলতে চাই না। আপাতত বিশ্রাম নিতে চাই। আমি অত্যন্ত ক্লান্ত। তাই, এখন ছুটি কাটাব। সারা বছর প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। প্রচুর চাপ নিতে হয়েছে। আর ভবিষ্যৎ? দেখা যাক কী হয়।!’ কিন্তু, তিনি আদৌ ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠেছে। কোচ অ্যালেক্স ফার্গুসনের সমালোচনা করেই বলেছেন, ‘এমনিতে আমরা তো ভাল খেলতে পারিনি। তার ওপর আমাদের ট্যাকটি ‘ও একেবারেই ভাল ছিল না। সবকিছুতেই ভুল হয়েছে।’ কোচের এ রকম খুল্লামখুল্লা সমালোচনার পর ম্যানচেস্টার সমর্থকেরা ধরেই নিয়েছেন, ক্রিশ্চিয়ানো আর তাঁদের ক্লাবে খেলবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন