পাহাড়তলী আবদুপাড়া পাঁচদিন ধরে বিদ্যুৎবিহীন

গত পাঁচদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন পাহাড়তলীর সরাইপাড়া এলাকার আবদুপাড়াবাসী। এ ব্যাপারে স্থানীয় পিডিবি অফিসে ফোন করেও কোন সমাধান পাচ্ছে না এলাকাবাসী। গতকাল এলাকার বেশ কয়েকজন অধিবাসী দৈনিক আজাদী অফিসে ফোন করে এই ক্ষোভের কথা জানান। তারা জানান, গতমাসেও একবার এরকম পরিসি'তির সম্মুখীন হয় আবদুপাড়াবাসী। সেবার সবাই মিলে প্রায় পঁচিশ হাজার টাকা তুলে পিডিবি অফিসে জমা দিয়ে সমস্যার সমাধান পায় এলাকাবাসী। এবারও স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ একই ধরনের টালবাহানা করছে বলে অভিযোগ করেন ওই এলাকার একাধিক বাসিন্দা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন