আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার গ্রেপ্তারকৃত আসামি এনএসআই এর সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনের চারদিনের রিমাণ্ড শেষ হয়েছে গতকাল রোববার। আজ সোমবার তাকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হবে বলে জানা গেছে। এদিকে এই মামলার আলোচিত আসামি এনএসআই এর পরিচালক (নিরাপত্তা) মোহাম্মদ শাহাবুদ্দিন আহাম্মদকে আবারও রিমান্ডে নেয়া হচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় ১০ দিনের রিমাণ্ড আবেদন আদালতে জমা দিয়েছেন সিআইডির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী। আগামী ৩ জুন রিমাণ্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত: এর আগে শাহাবুদ্দিন আহমদকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি পুলিশ। ঢাকায় টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালতে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম কারাগারে আটক অপর আসামি মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আজ সোমবার অথবা কাল মঙ্গলবার দু’দিনের যে কোনদিন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকায় তাকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে। রেজ্জাকুলকে ৬ দিনের রিমাণ্ডে রেখে এই জিজ্ঞাসাবাদ করা হবে। আদালত সূত্র ও সিআইডি থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ৪দিনের রিমাণ্ডে মেজর লিয়াকত হোসেনও অস্ত্রের সাথে নিজের সম্পৃক্ততা এড়িয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের ওপর দোষ চাপিয়েছেন। একইভাবে শাহাবুদ্দিন ও দোষ চাপিয়ে ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর। এর সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারকে। প্রসঙ্গত: মেজর লিয়াকতকেও ঢাকায় টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে সিআইডি সূত্র জানায়, রিমাণ্ডে শাহাবুদ্দিন যে ধরনের বক্তব্য দিয়েছিলেন একই বক্তব্য লিয়াকত ও দিয়েছেন। একারণে শাহাবুদ্দিনের তৃতীয় দফায় রিমাণ্ড চাওয়া হয়েছে। এবার দু’জনকে মুখোমুখি করে উভয়ের বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত: গত মঙ্গলবার ঢাকার ধানমন্ডির বাসা থেকে লিয়াকতকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার তাকে চারদিনের রিমাণ্ডে নেয়া হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন