৪ জুন চট্টগ্রাম ক্লাবে আদিত্য ও আসমার মিউজিক্যাল নাইট

চিটাগাং ক্লাবের মেগা মিউজিক্যাল নাইট আগামী বৃহস্পতিবার। ভারতের জি টিভির সা-রে-গা-মা-পা’র এই সময়কার জনপ্রিয় সংগীত তারকা আদিত্য এবং আসমা এতে সংগীত পরিবেশন করবেন। আগামী ৪ জুন বৃহস্পতিবার রাত আটটায় চিটাগাং ক্লাবের টেনিস গ্রাউন্ডে জমকালো এই আসর বসছে। এতে চিটাগাং ক্লাবের সদস্য তাদের পরিবার এবং অতিথিরা সংগীত উপভোগ করার সুযোগ পাবেন। আদিত্য এবং আসমার সংগীতানুষ্ঠানকে ঘিরে ক্লাবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন