ইভটিজিং-এর প্রতিবাদ করায় মাস্টার্সের এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত জুনিয়র ওই শিক্ষার্থীকে গ্রেপ্তারের জন্য র্যাব ও পুলিশকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করেছে মেয়েটি। পাশাপাশি ওই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক এ সাংস্কৃতিক সংগঠন। গত শনিবার সন্ধ্যার পর পর বেগম খালেদা জিয়া হল থেকে প্রীতিলতা হলে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান মারজানকে টিজ (উত্ত্যক্ত) করে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু (বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর প্রকৃত নাম শামসুল ইসলাম রাজু)। এর প্রতিবাদ করলে তা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজু ওই মেয়েটির ওপর চড়াও হয়। তাকে পিটিয়ে আহত করে। উপস্থিত অন্যান্য শিক্ষার্থী পরে তাকে উদ্ধার করে। গতকাল রোববার ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি দরখাস্তে স্বাক্ষর করে তা কর্তৃপক্ষের কাছে পেশ করেছে। জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ক্যাম্পাসে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড কখনোই বরদাশত করা হবে না। একই ব্যাপারে সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দারের সাথে গতকাল রাত ৯ টায় যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্ত ছাত্রটির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের র্যাবব ও পুলিশকে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওই ব্যাপারে জানতে চাইলে গতকাল রাত সাড়ে নয়টার দিকে হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, রাজুকে দায়ি করে কিছুক্ষণ আগে মেয়েটি হাটহাজারী থানায় এজাহার দায়ের করেছে।অন্যদিকে, মাস্টার্সের ওই ছাত্রীর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ছাত্র রাজুর বিচার চেয়ে সভা সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সাংস্কৃতিক ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন