পিন্টুকে গ্রেপ্তার না করতে রিট ।। সাঈদ ইস্কান্দারকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ

বিএনপি নেতা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারকে তিন মাসের জন্য দেশের বাইরে যেতে ও ফিরে আসতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চ সাঈদ ইস্কান্দারের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।
রিটের শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, সাঈদ ইস্কান্দারকে এর আগে বিদেশ যাওয়ার সময় বাধা দেওয়া হয়েছে। আবারও বিদেশ যেতে চাইলে তাকে বাধা দেওয়া হবে। তাই আদালতের আদেশ প্রয়োজন।এছাড়া হাইকোর্টের একই বেঞ্চ সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। আলতাফ হোসেনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তার পক্ষেও শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকার পক্ষে আবেদন দুটির বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার খুরশিদ আলম সরকার।অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চে রোববার বিএনপির সাবেক সাংসদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য সরকারের প্রতি নির্দেশ চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে পিন্টুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বিদ্রোহী বিডিআর সদস্যদের পালাতে সহায়তা করেছেন বলে তাতে উল্লেখ করা হয়েছে। তাই এ মামলায় তাকে গ্রেপ্তার বা হয়রানি করা হতে পারে। আজ সোমবার এ রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদ আলম সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন