ওয়ানডে র্যাং কিংয়ের শীর্ষস্থান দখলের পর আমাদের লক্ষ্য টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপাণ্ড কোনোরকম রাখঢাক না করে এভাবেই নিজেদের অবস্থান তুলে ধরেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ। ১২ মাস ধরে দারুণ ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে র্যাং কিংয়ের শীর্ষস্থান দখলের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করে প্রোটিয়াসরা। ২১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি-২০০৯ টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেই শিরোপা ঘরে তোলার স্বপ্নের কথা জানিয়ে জোহানেসবার্গে আয়োজিত সংবাদ সম্মেলনে স্মিথ বলেছেন, আমরা ১২ মাস ধরে দারুণ ক্রিকেট খেলছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছি। ঘরে-বাইরে দু’জায়গায় অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে রিলায়েন্স মোবাইল আইসিসি ওয়ার্ল্ড র্যাং কিংয়ের শীর্ষস্থান দখল করেছি। আমাদের টার্গেট এখন আইসিসি’র দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টণ্ড আইসিসি টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলোয়াড়রা সবাই ফর্মে রয়েছেন। এবার আমরা টি-২০ শিরোপা জয় করতেই চাই। কাপ্তান স্মিথের মতো প্রোটিয়াস কোচ মাইক আর্থারও টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন