সাতক্ষীরায় শিবিরের রেডিও ট্রান্সমিশন সেন্টারের সন্ধান সরঞ্জামসহ দুই শিবির কর্মী আটক


সাতক্ষীরা জেলা শহরের শিবির নিয়ন্ত্রিত এক ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ একটি মিনি রেডিও ট্রান্সমিশন সেন্টারের সন্ধান পেয়েছে। শনিবার গভীর রাতে ওই রেডিও ট্রান্সমিশন সেন্টার থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার সময় হাতেনাতে কামরুল হাসান সুমন নামের এক ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় আরো একজনকে। খবর ইউএনবির। পুলিশ জানায়, শনিবার রাতে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের সামনে আলম ছাত্রাবাসে এই অভিযান চালানো হয়। এ সময় ওই ছাত্রাবাসের ১৪ নং কক্ষে একটি রেডিও ট্রান্সমিশন সেন্টারের সন্ধান পায় তারা। ওই ট্রান্সমিটার দিয়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে এফএম সম্প্রচার চালানো হতো। এ সময় ট্রান্সমিটারের যন্ত্রপাতি ছাড়াও বেশ কিছু জেহাদি বইপত্র, শিবিরের রাজনৈতিক প্রকাশনা ও সিডি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামরুল হাসান সুমন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় রেডিও ট্রান্সমিশন স্টেশনটি জেলা ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান চালিয়ে আসছে। পরে সুমনের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী শিবির নেতা জাহিদুল ইসলামকেও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে তথ্য পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশের ওয়্যারলেস যোগাযোগ ব্যবস'া বিগড়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়েই ধরা পড়ে এই অবৈধ এফএম রেডিও স্টেশনের কার্যক্রম। সিগন্যালের উৎস খুঁজে রাত ২টায় সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের সামনে আলম ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। পুলিশ সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র কামরুল হাসান সুমনকে (২২) প্রথমে গ্রেপ্তার করে। এ সময় এই ছাত্রাবাস থেকে একটি রেডিও ট্রান্সমিটার ছাড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বই, কম্পিউটার সরঞ্জাম, একটি কম্পিউটার মনিটর, একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সুমন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের ডা. এম. এ. সবুরের ছেলে। জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে সে শিবিরকর্মী এবং ছাত্রাবাসে থেকে পড়াশুনার করে। সে এক কিলোমিটারের মধ্যে গান শোনা যাবে- এ রকম যন্ত্র আবিষ্কারের চেষ্টা করছেন বলেও পুলিশকে জানায়। সাতক্ষীরা পুলিশ সুপার মনির-উজ-জামান জানান, গ্রেফতারকৃত কামরুল হাসান সুমন জঙ্গি কানেকশনে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ এসব তথ্য খতিয়ে দেখছে। তিনি বলেন, গত কয়েক মাস ধরে সুমন জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে তা তার নেতাদেরকে সাপ্লাই দিয়ে থাকে। সে যে এলাকায় রেডিও সেন্টারটি স'াপন করেছে সে এলাকায় ওয়ারলেস এবং মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। ওই রেডিও সেন্টারটি বেশ শক্তিশালী। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন