বাংলাদেশে রিজিওনাল পোর্ট স্থাপনে বিশ্বব্যাংকের পরামর্শ

বিশ্বব্যাংক বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নসহ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার (রিজিওনাল কানেক্‌টিভিটি) উন্নয়নে অধিকতর সহায়তার আশ্বাস দিয়েছে।বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক ড. সাদিক আহমেদ গতকাল সোমবার যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সাথে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। খবর ইউএনবির। যোগাযোগ মন্ত্রী বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালককে জানান যে, সরকার ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতু চালু করবে এবং চালুর প্রথম দিন থেকেই এ সেতুতে রেল চলাচলের ব্যবস্থা রাখা হবে। মন্ত্রী বলেন, ঢাকাণ্ডফতুল্লাণ্ডমাওয়াণ্ডভাংগাণ্ডভাটিয়াপাড়াণ্ডযশোর রুটে নতুন রেল লাইন স্থাপন করা প্রয়োজন এবং এ জন্য প্রায় ৮২০ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে। মন্ত্রী এ রেল লাইন স্থাপনে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন। মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সাথে মংলা বন্দরেও ‘রেলওয়ে কানেকটিভিটি’র প্রয়োজন আছে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক বলেন, রেলওয়ে কানেকটিভিটিসহ দেশের সমগ্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে আঞ্চলিক কানকটিভিটি সহজতর হবে। তিনি বলেন, এদেশে রিজিওনাল পোর্ট স্থাপন করা হলে বিভিন্ন দেশ এ পোর্টের আঞ্চলিক কানেকটিভিটি সুবিধা ব্যবহার করে পণ্য পরিবহণ করতে পারবে। ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি বলেন, এ দেশের উন্নয়নে বিশ্বব্যাংক সব রকম সহায়তা দিতে প্রস্তুত আছে।সড়ক ও রেলপথ বিভাগের সচিব এ এস এম আলী কবীর, অতিরিক্ত সচিব শফিক আলম মেহেদী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ বেলায়েত হোসেন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মুন্সী মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন