উখিয়ায় জামায়াত প্রার্থী শাহজালাল চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত



কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জামায়াত সমর্থিত প্রার্থী এডভোকেট শাহজালাল চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩২ হাজার ৫০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৩৫ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিএনপি প্রার্থী শাহ আলম মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৭৫০ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের এডভোকেট অনীল বড়ণ্ডয়া চশমা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৯৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপির শাহীন আকতার। হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ২৭ হাজার ৫৮৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশিদা করীম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪০৮ ভোট। সকাল থেকে উপজেলার ৩৫টি কেন্দ্রে নি্নিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ছাড়াই কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে নি। রোববার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত র্যা ব ও পুলিশ জামায়াত শিবিরের ও স্থানীয় উচ্ছৃঙ্খল যুবকসহ কমপক্ষে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। ৩৫টি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হলেও নারী-পুরুষ ভোটাররা শৃংখলার সাথে লাইনে দাঁড়িয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট প্রদান করেছেন। ১৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক র্যাখব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। উখিয়ার রাস্তায় রাস্তায় সার্বক্ষণিক টহল দিয়েছে র্যারব সদস্যরা। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ছিল। এ ছাড়াও ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরধারী করেছেন নির্বাচনে প্রায় ৭১ ভাগ ভোট কাস্ট হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন