২২৮ জন আরোহী নিয়ে আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিমান নিখোঁজ


এয়ার ফ্রান্সের একটি বিমান ২২৮ জন আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরের ওপর হারিয়ে গেছে। আরোহীদের মধ্যে ২১৬ যাত্রী ও ১২ জন ক্রু। ধারণা করা হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, আরোহীদের কারো বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। খবরে বলা হয়েছে, বিমানটি যাচ্ছিল ব্রাজিল থেকে প্যারিসে। এটি ৩৫ হাজার ফুট ওপরে এবং ৫২১ মাইল বেগে। আটলান্টিকের ওপরে এটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে। ধারণা করা হচ্ছে বজ্রাঘাতে বিমানটিতে শর্ট সার্কিট হয়ে এটি বিধ্বস্ত হয়েছে। এয়ার ফ্রান্স জানিয়েছে, আরোহীদের মধ্যে ৮০ জন ব্রাজিলের এবং ৭৩ জন ফরাসী নাগরিক। ব্রাজিল বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি মহাসাগরের ওপর দিয়ে অনেকখানি অগ্রসর হওয়ার পর হারিয়ে যায়। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা দু জায়গা থেকেই বিমানটির খোঁজে বের হয়েছে সামরিক বিমান। এয়ার ফ্রান্সের চীফ এক্সিকিউটিভ পিয়েরে-অরি গরিয়ঁ সাংবাদিকদের কাছে বিমানটি দুর্ঘটনা কবলিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বিমানটি সর্বশেষ অবস'ান সম্পর্কে জানা যায়নি। ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমানগুলো ব্রাজিলের উত্তরপূর্ব উপকূলে এয়ার ফ্রান্সের বিমানটির সন্ধান শুরু করেছে। এয়ার ফ্রান্সের একজন মুখপাত্র ঘোষণা করেন, ‘এয়ার ফ্রান্স দুঃখের সঙ্গে জানাচ্ছে ফ্লাইট এএফ ৪৪৭ এর কোনো খবর পাওয়া যাচ্ছে না।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন