ইভটিজিং-এর প্রতিবাদ করায় মাস্টার্সের এক ছাত্রীকে পিটিয়ে আহত করার দায়ে জুনিয়র ছাত্র শামসুল ইসলাম রাজুর ছাত্রত্ব বাতিলসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থী রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এবং ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার উপরোক্ত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে ইভটিজিং-এর শিকার হওয়া ছাত্রী রায়হান মারজান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধারা ১০/৩০) অভিযুক্ত শামসুল ইসলাম রাজুসহ আরও একজন অজ্ঞাতনামা শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেছে। গত রোববার রাত ১০টার দিকে হাটহাজারী থানায় ওই মামলা দায়ের করা হয়। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনের রাস্তায় ঝুপড়ির নিকট রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান মারজানকে টিজ (উত্ত্যক্ত) করেন ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামসুল ইসলাম রাজু। এর প্রতিবাদ করলে রাজু ওই ছাত্রীকে পিটিয়ে আহত করে। এর প্রতিবাদে গত রোববার রায়হান মারজান প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে ঘটনার জন্য দায়ী শামসুল ইসলাম রাজুকে গ্রেপ্তারের জন্য র্যা ব ও পুলিশকে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু একদিন পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় অনতিবিলম্বে তার শাস্তির দাবিতে গতকাল সোমবার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন করে রাজনীতি বিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। এর আগে তারা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে বিক্ষোভ মিছিল করে। দুপুর ১২টার দিকে উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি মেনে নেয়। বেলা একটার দিকে উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভার মাধ্যমে শামসুল ইসলাম রাজুর ছাত্রত্ব বাতিল করে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। উল্লেখ্য, শামসুল ইসলাম রাজু বিশ্ববিদ্যালয়ের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ক্লাস রোল ৫০০৪, রেজি: নং-০৭৩০২০৬৯। সে গাজীপুর জেলা সদরের শিমুলতলী এলাকার তাজুল ইসলামের ছেলে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন