সোহেল তাজের পদত্যাগ নিয়ে ধূম্রজাল




স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পদত্যাগ করেছেন বলে গতকাল দিনভর রাজধানীতে গুজবের সৃষ্টি হয়। রবি ও সোমবার পরপর দু’দিন সোহেল তাজ অফিস না করায় এ গুজব ছড়িয়ে পড়ে। তবে তার পদত্যাগের বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেন নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহেল তাজকে ডেকে পাঠিয়েছেনণ্ড এ খবরে রাজধানী জুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পদত্যাগ করেছেন। রাত ১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনকে দেয়া সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, প্রতিমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে তিনি কিছু দিনের ছুটিতে গেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর থেকেই সোহেল তাজের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লেও সরকারি কোনো দায়িত্বশীল সূত্র তার পদত্যাগের খবর নিশ্চিত করে নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে টিভি চ্যানেলগুলো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকালে সোহেল তাজ ব্যক্তিগত সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেন। সূত্র জানায়, পদত্যাগপত্র গ্রহণ করা হয় নি। বরং প্রধানমন্ত্রী ও সোহেল তাজের পরিবারের পক্ষ থেকে তাকে পদত্যাগ থেকে নিরস্ত করার চেষ্টা করা হচ্ছে। সোহেল তাজের নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরাও তার পদত্যাগের খবর পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ অব্যাহত রেখেছেন। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক শহীদ তাজউদ্দিন আহমদের ছেলে আওয়ামী লীগ নেতা সোহেল তাজ বিগত ২৯ ডিসেম্বরের নির্বাচনে গাজীপুর ৪ আসন থেকে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনবদলের সরকারে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব গ্রহণের মাত্র ৫ মাসের মাথায় তার পদত্যাগের খবর সংশ্লিষ্ট বিভিন্ন মহলকে বিস্মিত করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন