এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশের সংযুক্ত হওয়া প্রয়োজন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশের সংযুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। থাইল্যান্ডের সফররত পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমাইয়া প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল মঙ্গলবার তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ গুরুত্বারোপ করেন। সাক্ষাতকালে থাইমন্ত্রী প্রধানমন্ত্রীর সদ্য প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি ঘূর্ণিঝড় আয়লার আঘাতে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ায় জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে। তিনি বাংলাদেশের কৃষি, যোগাযোগ, জ্বালানি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন জরুরি খাতে বিনিয়োগ করতে থাই সরকারের প্রতি আহ্বান জানান। খবর এনএনবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত না হলে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের প্রিন্স বদর বিন আব্দুল্লাহ বিন ফারহান আল সৌদ। এ সময় তারা সৌদি আবর ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী দিনে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও উন্নতি হবে বলে তারা দুজনেই আশা প্রকাশ করেন। ২৯ ডিসেম্বর নির্বাচনের পর গত এপ্রিলে সৌদি আরব সফরের সময় আতিথেয়তার জন্য সে দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। সৌদি প্রিন্স প্রধানমন্ত্রীর স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শেখ হাসিনাকে সমবেদনা জানান। এছাড়া ঘূর্র্ণিঝড় আয়লার আঘাতে ক্ষতিগ্রস্তদের প্রতিও সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন ও সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি উপসি'ত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন