কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে জাপান সরকারের আর্থিক সহায়তা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ। গতকাল মঙ্গলবার বিকেলে জাপানের রাষ্ট্রদূত মাসাইউকী ইনোউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহায়তার কথা বলেন। জাপানের রাষ্ট্রদূত জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ জোরদার করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, জাপান বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার হওয়ার জন্য আন্তরিকভাবে আগ্রহী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জাপানি রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন। তিনি বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। বৈদেশিক অর্থ সাহায্যে টানেলটির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। তিনি এই প্রকল্পে অর্থ সাহায্য প্রদানের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত এ বিষয়ে তার ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করে বলেন, তিনি তার সরকারের সাথে আলোচনা করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। প্রতিমন্ত্রী আসন্ন জাপান সফর সম্পর্কে রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন। উল্লেখ্য, আগামী ৭ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ এক সরকারি সফরে জাপান যাবেন। জাপান সফরের বিভিন্ন দিক নিয়ে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন। এছাড়াও গতকাল মঙ্গলবার সকালে অপর এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে সফররত থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া’র ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বৌদ্ধ ধর্মের অহিংস নীতি মানবতাবাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি দর্শন। প্রত্যেক ধর্মের মূল বক্তব্য মানবতাবাদ। বিশ্ববাসী মানবতাবাদী দর্শনে বিশ্বাসী হলে সারা বিশ্বে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হবে। প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে থাই-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের শিশুদের জন্য থাইল্যান্ডের রাষ্ট্রদূত কর্তৃক চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া প্রধান অতিথি হিসেবে উপসি'ত থেকে বাংলাদেশের দুস' শিশুদের জন্য ৪শ’ ৬৫ টন চাল বিতরণ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন