দশ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এর পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দীনকে তৃতীয় দফা রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। গতকাল বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট আবু হান্নানের আদালতে বিস্তারিত শুনানী শেষে তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয়। এর আগে তাকে আরো দুই দফায় মোট ৯ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃতীয় দফায় তাকে ১০ দিনের রিমান্ডে দেয়ার জন্য আদালতে আবেদন জানান সিআইডির এএসপি তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী। বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানীতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের কৌসুলী মহানগর পিপি কামাল উদ্দিন আহম্মেদ বলেন- এত বিশাল অস্ত্রের চালানের পেছনে কোন দেশের ইন্ধন রয়েছে এবং কোন কোন রাঘব-বোয়াল জড়িত তা বের করতে শাহাবুদ্দীনের ১০ দিনের রিমান্ড প্রয়োজন। এ সময় আসামী শাহাবুদ্দীনের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম বলেছেনণ্ড আমার মক্কেলকে দুই দফায় ৯ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টিএফআই সেলেও নেয়া হয়। এরপর তৃতীয় দফায় আবারও রিমান্ড চাওয়া বেআইনী। তাই তার রিমান্ড আবেদন বাতিল করা হোক। এ সময় তিনি মক্কেল-শাহাবুদ্দীনের ১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহার ও কারাগারে ডিভিশন প্রদানের আবেদন জানান। আদালত দুই আবেদনের উপর শুনানীর দিন আগামী ১১ জুন নির্ধারণ করেন। প্রসঙ্গতঃ শাহাবুদ্দীনকে ২ মে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ১৫ মে তিনি চট্টগ্রাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন