লাদেনের ভর্ৎসনা সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ওবামা

আরব-ইসরাইল সংঘাত, ইরান ইস্যুতে কূটনৈতিক পদক্ষেপ এবং তেলের মূল্য নিয়ে বাদশা আবদুল্লাহর সঙ্গে আলোচনা করতে গতকাল বুধবার সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে রিয়াদে তার পদার্পণের পরপরই আল জাজিরা টেলিভিশন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের একটি রেকর্ডিং প্রচার করেছে। এতে ওবামাকে ভর্ৎসনা করে লাদেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিহিংসা ও ঘৃণার বীজ বপন করেছেন। ওবামা তার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পথই অনুসরণ করছেন উল্লেখ করে লাদেন তার বক্তব্যে হোয়াইট হাউসের নীতিমালার পরিণতি ভোগ করার জন্য মার্কিনিদের প্রস্তুত থাকতে বলেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন