নাসিরুদ্দীন পিন্টুর স্ত্রীকে পাসপোর্ট না দেয়ার নির্দেশ

পিলখানা হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপির সাবেক এমপি নাসিরুদ্দীন আহমেদ পিন্টুর স্ত্রীকে পাসপোর্ট না দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ব্যাপারে দেশের সকল পাসপোর্ট অফিসকে সতর্ক করে দিয়েছে। নাসিরুদ্দীন আহমেদ পিন্টুর স্ত্রী ঢাকার পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। সেখানে তার আবেদন নাকচ করার সাথে সাথে দেশের সকল পাসপোর্ট অফিসকে তার নামে যেন কোন পাসপোর্ট ইস্যু করা না হয় সেই নির্দেশ দেয়া হয়েছে। গতকাল এই চিঠি দেশের সবকটি পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন