১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা ১২টা করা হবে -বিদ্যুত প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আগামী ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে নিয়ে ১২টা করা হবে। গতকাল দুপুরে সচিবালয়ে তিনি একথা জানান। তিনি আরো জানান, এ পদ্ধতিতে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। মন্ত্রী বলেন, এতে সফলতা পেলে সারা বছর ধরে এ পদ্ধতি অনুসরণ করা হবে। তিনি এ সময় আরো বলেন, এ বিষয়টি সাধারণ মানুষকে জানাতে বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। খবর ইউএনবির। নামাযের সময়সূচির ব্যাপারে প্রতিমন্ত্রী জানান, মাগরিব ও ফজরের নামাযের সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নামাযের সময়সূচি ঠিক করা হবে। এর ফলে বিদ্যুৎ পরিসি'তির আরো উন্নতি হবে। খবর ইউএনবির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন