এবার সব বোর্ডের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৫৮,৬৭৪। যা গত বছরের চেয়ে ৫২,১০৫ জন বেশি। এবার পাস করেছে ৭,৫০,৫৩৮। গত বছর পাস করেছিল ৭,২৬,৫৬৩। এবার ফেল করেছে ৩,০৮,১৩৬। গত বছর ফেলের সংখ্যা ছিল ২,৮০,০০৬। এবার পাসের শতকরা হার ৭০.৮৯%। গত বছর ছিল ৭২.১৮%। এবার ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ৭,৯৭,৮৯১।গত বছর ছিল ,৪৩,৬০৯। পাস করেছে ৫,৩৭,৮৭৮। গত বছর পাস করেছিল ৫,২৬,৫৭৬। এবার ফেল করেছে ২,৬০,০১৩। গত বছর ফেল করেছিল ২,১৭,০৩৩। এবার পাসের হার ৬৭.৪১%। গত বছর ছিল ৭০.৮১%। মোট জিপিএ-৫ পেয়েছে ৬২,৩০৭। গত বছর পেয়েছিল ৫২,৫০০। এবার ৮ শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ২,৭২৬ শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর ছিল ২,২৭২টি। অন্যদিকে শূন্য পাস করেছে এরূপ প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৭২টি। গত বছর ছিল ৯১টি। এবার বহিষ্কারের মোট সংখ্যা ৫৪১। গত বছর ছিল ৭০৭।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন