এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন, এবার আটটি শিক্ষা বোর্ডে তা বেড়ে হয়েছে ৪৫ হাজার ৯৩৪ জন। খবর বিডি নিউজের। ২০০৪ সাল থেকে শিক্ষার্থীদের পাওয়া মোট নম্বরের সঙ্গে চতুর্থ বিষয়ের নম্বর যুক্ত হওয়ায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন। এরপর এসএসসিতে ২০০২ সালে পায় ৩২৭ জন, ২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন, ২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন, ২০০৫ সালে ১৫ হাজার ৬৪৯ জন, ২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন, ২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন, গত বছর ছিল ৪১ হাজার ৯১৭জন। এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৩৪জন। গতবারের চেয়ে এ সংখ্যা চার হাজার ১৭ জন বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন