১৪১ রানে স্কটল্যান্ডকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ

নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে গতকাল টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির তৃতীয় ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে। শুরুতেু অবশ্য টসে জয় পায় বাংলাদেশ অধিনায়ক। আর টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় প্রতিপক্ষকে। আর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে স্কটিশরা নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। সর্বোচ্চ ৫০ রান করেন ম্যাককালাম। এছাড়া হ্যামিল্টনের ব্যাট থেকে আসে ৪৪ রান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট পাওয়া রুবেল গতকালও বাংলাদেশের হয়ে আগুন ঝড়ানো বোলিং করেন। গতকাল মাত্র ১৬ রান দিয়ে নেন ৫ উইকেট। এছাড়া রিয়াদ এবং মাশরাফি নেন ১টি করে উইকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নামা বাংলাদেশ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৫ রান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন