রাঙ্গুনিয়ায় আদিবাসী মহিলার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার


রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বড়খোলা পল্লী থেকে এক আদিবাসী মহিলার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ২৯ মে শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সরফভাটার বড়খোলা আদিবাসী পল্লীর বাসিন্দা ওয়াতুমা মার্মা (৪০) গত বুধবার সকালে জুম চাষের জন্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার পরিবারের সদস্যগণ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পায়নি। এদিকে গতকাল শুক্রবার আদিবাসী পল্লী বড়খোলার দূরবর্তী একটি ছড়া থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ওয়াতুমা মার্মার লাশের সন্ধান পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ উক্ত ছড়া থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায় লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পচে যাওয়ার কারণে লাশ ছিল ক্ষত-বিক্ষত। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এলাকাবাসী বলছে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন