সুন্দরবন থেকে জলোচ্ছ্বাসে ভেসে গেছে ৬১ টি কুমির ও ৫টি হরিণ


ঘূর্ণিঝড় আয়লায় জলোচ্ছ্বাসে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে রাখা লবণ পানির প্রজাতির ছোট-বড় ৬১টি কুমির এবং পাঁচটি চিত্রল হরিণ ভেসে গেছে। বৃহস্পতিবার দুপুরে সংরক্ষণ কেন্দ্রে থাকা পশু ও সরীসৃপ গণনা শেষে এই তথ্য জানিয়েছেন বনকর্মকর্তারা। খবর বিডিনিউজের। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দে বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, আজ সকালে চাঁদপাই রেঞ্জের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে সরজমিনে পরিদর্শনে গিয়ে বন্যপ্রাণীর খোঁজ খবর নিয়েছি। তখন বন কর্মীরা বিভিন্ন চৌবাচ্চায় নেমে লবণ পানির কুমিরগুলো ঠিক আছে কিনা দেখতে গিয়ে ছোট-বড় ৬১টি কুমির পাননি।
ভেসে যাওয়া এই কুমিরগুলোর বয়স এক থেকে চার বছরের মধ্যে বলে তিনি জানান। এছাড়া করমজল কেন্দ্রে রাখা চিত্রল হরিণের মধ্যে পাঁচটি হরিণ পাওয়া যায়নি। মিহির কুমার জানান, ঝড়ের আগে করমজলে লবণ পানির প্রজাতির ছোট-বড় ১৩৩টি এবং মিঠা পানির প্রজাতির ৩টি কুমির ছিল। এছাড়া সেখানে অন্তত বারোটি হরিণ, কয়েকটি গুইসাপ ও কিছু বানর ছিল। পরিদর্শনের সময় তার সঙ্গে সুন্দরবনের বন সংরক্ষক মো. আকবর হোসেনও ছিলেন বলে বিভাগীয় বনকর্তা মিহির কুমার জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন