জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠীর হামলার আশঙ্কায় সারা দেশে আদালত অঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রোববার আইন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল সোমবার বলেন, “আইন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর আদালত প্রাঙ্গণ এবং বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।”এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সারাদেশে সব সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন